স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর-সহ, ৫৮৫০ এমএএইচ ব্যাটারি! ভারতে মাত্র এই দামেই পেয়ে যাবেন ওয়ানপ্লাস ১৩এস
টেক ডেস্ক: ২০২৫ সালে দেশের বাজারে লঞ্চ হয়েছে একাধিক নতুন স্মার্টফোন। এর মধ্যে নতুন চমক দিল ওয়ানপ্লাস। খবর এসেছিল আগেই। এ বার দেশে ‘ওয়ানপ্লাস ১৩’ সিরিজের অধীনে এই কোম্পানি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল তাদের নতুন মডেল। যেটি হল ‘ওয়ানপ্লাস ১৩ এস’।
যে কোনও অ্যান্ড্রয়েড মোবাইল কেনার আগে বিশেষ নজর দেওয়া হয় তার প্রসেসরের দিকে। সেই দিক থেকে ওয়ানপ্লাস ১৩ এস দিচ্ছে দারুণ ফিচার। স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর থাকতে চলেছে এই মডেলটিতে। সেই সঙ্গে শক্তিশালী এআই ফিচার। এর ৬.৩২ ইঞ্চির ডিস্প্লে ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে করবে আরও আকর্ষণীয়। প্রায় ১৫ হাজার পর্যন্ত রেজলিউশনে যে কোনও ছবি অথবা ভিডিয়ো দেখা যাবে এই ফোনে। রিফ্রেশ রেট ১২০হার্জ।
তিনটি রঙে পাওয়া যাবে এই মডেলটি। সবুজ সিল্ক রঙের মডেলটি এক্সক্লুসিভভাবে মিলবে ভারতেই। ক্লাসিক লুক চান? কালো ভেলভেট রংটি একেবারে উপযুক্ত। এছাড়াও গোলাপি রঙেও পাওয়া যাবে এই মডেলটি।
কী কী দামে পাওয়া যাবে মোবাইলটি?
১২জিবি র্যাম এবং ২৫৬জিবি স্টোরেজ যুক্ত মডেলটির দাম ৫৪,৯৯৯ টাকা। আরও কিছু দাম যোগ করে মাত্র ৫৯,৯৯৯তেই পাওয়া যাবে ১২জিবি র্যামের সঙ্গে ৫১২জিবি স্টোরেজ। এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহারীদের জন্য সুবর্ণসুযোগ। কারণ, এতে পাওয়া যাবে ৫০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।
আগামী ১২ জুন থেকে সংগ্রহ করা যাবে এই ফোনটি।