অরিজিতের পথেই হাঁটলেন শ্রেয়া, পহেলগাঁও ঘটনার প্রতিবাদে বড় সিদ্ধান্ত গায়িকার
এন্টারটেইনমেন্ট ডেস্ক: সিদ্ধান্ত নিয়েছিলেন অরিজিৎ সিং। এ বার যেন সেই পথেই হাঁটলেন সঙ্গীত জগতেরই আরও এক খ্যাতনামী। তিনি শ্রেয়া ঘোষাল। অরিজিতের মতো তাঁর জনপ্রিয়তাও বেশ ঈর্ষার যোগ্য। আরজি কর-কাণ্ডের সময়ে তাঁর গানের ছন্দেও মুখর হয়েছিল শহর কলকাতা। এ বার পহেলগাঁও ঘটনার প্রতিবাদেও বড় সিদ্ধান্ত নিলেন গায়িকা। সুরাতে তাঁর ২৬ এপ্রিলের গানের অনুষ্ঠান বাতিল ঘোষণা করলেন শ্রেয়া। এমনকি, টিকিটের মূল্য যাতে দর্শক-শ্রোতারা ফেরত পান তার ব্যবস্থাও করেছেন তিনি।
এর আগে এই একই সিদ্ধান্ত নিয়েছিলেন অরিজিৎ। আগামী ২৭ এপ্রিল চেন্নাইয়ের অনুষ্ঠান করার কথা ছিল তাঁর। পহেলগাঁও কাণ্ডের আবহে যেখানে সকল হিন্দুদের প্রাণ কাঁদছে, এমন পরিস্থিতিতে সেই কনসার্ট বাতিল করে দিলেন অরিজিৎ। আগামী ২৭ এপ্রিল, রবিবার চেন্নাইয়ে শো করার কথা ছিল। কিন্তু কাশ্মীরে নিহত হিন্দুদের প্রতি শ্রদ্ধা জানাতেই এমন পদক্ষেপ তাঁর। এখানেই শেষ নয়, বিরাট অঙ্কের আর্থিক ক্ষতি হবে জেনেও বাতিল হওয়া শো-য়ের টিকিটের পুরো দাম ক্রেতাদের ফিরিয়ে দেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে আয়োজকদের তরফে।

গত ২২ এপ্রিল শান্ট কাশ্মীর যেন হয়ে ওঠে অগ্নিগর্ভ। নিরীহ হিন্দু পর্যটকদের নির্বিচারে গুলি করে জঙ্গিরা। তারপরেই ক্ষোভে ফেটে পড়েছেন তারকা থেকে সাধারণ মানুষ, সকলেই। নিজের মতো করে প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। নারকীয় এই ঘটনায় ব্যথিত অরিজিৎ এবং শ্রেয়াও। দুই শিল্পীর এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন অনুরাগীরা।