পাহাড়ের কোলে সুখবর! ফের মা হচ্ছেন ভারতী সিং, শুভেচ্ছাবার্তা পারিণীতি, ইশাদের
এন্টারটেইনমেন্ট ডেস্ক: সদ্য দুই সপ্তাহ আগে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ স্বামী ভিকি কৌশলের সঙ্গে প্রথম সন্তানের আগমনের খবর জানিয়েছিলেন। এ বার আবার খুশির খবর গোটা বলিউড জুড়ে। ভারতী এবং হর্ষের জীবনে আবার নতুন অতিথির আগমন। সোমবার সন্ধ্যায় সুইজারল্যান্ডের নৈসর্গিক পাহাড়ের কোলে তোলা একটি মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দ্বিতীয়বার মা হওয়ার খবর জানালেন কমেডি কুইন ভারতী সিং। ছবিতে ভারতীর সুস্পষ্ট বেবি বাম্প দেখা যাচ্ছে, আর পিছনেই হাসি মুখে রয়েছেন হর্ষ। ক্যাপশনে ভারতী লিখেছেন, ‘আমরা আবার গর্ভবতী #গণপতিবাপ্পামোর্যা।’ এই খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছা জানিয়েছেন পরিণীতি চোপড়া, এশা গুপ্তা, ধৃতি ধামী, জান্নাত জুবায়ের, অভিষেক মালহান এবং অঞ্জলি আনন্দ-এর মতো তারকারা।
ভারতী জানান, তিনি আড়াই মাসের অন্তঃসত্ত্বা হলেও একেবারেই টের পাননি! অতিরিক্ত ওজনের কারণেই নাকি এই খবর তাঁর কাছেও ছিল অপ্রত্যাশিত। এই অবস্থাতেই তিনি অনায়াসে শুটিং ফ্লোরে গিয়েছেন, মঞ্চে পারফর্ম করেছেন এবং ঘর-বাইরের কাজ সামলেছেন। আচমকা একদিন পরীক্ষা করানোর পরই সুখবরটি পান ভারতী। হর্ষকে জানাতেই আনন্দের ঢেউ নামে তাঁদের পরিবারে।
সম্প্রতি সুইজারল্যান্ড ভ্রমণের একটি ভ্লগে ছেলে গোলার আবদার মেটাতে গিয়ে ভারতী একবার হর্ষকে জিজ্ঞেস করেছিলেন, এটাই তো সন্তান নেওয়ার ফল, তবুও কি আরও সন্তান চাও? হর্ষ মুহূর্তের মধ্যে বলেছিলেন, “চাই তো, পাঁচটা চাই!” গোলার বয়স তিন পেরোতেই ফের সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি। এ বার তাঁদের ইচ্ছে একটি কন্যা সন্তান আসুক। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ থেকে শুরু করে ‘দ্য কপিল শর্মা শো’-এর মতো জনপ্রিয় অনুষ্ঠানের মাধ্যমে তিনি পরিচিত নাম হয়েছেন। বর্তমানে তিনি ‘লাফটার শেফস সিজন ২’ উপস্থাপনা করছেন এবং হর্ষের সঙ্গে একটি পডকাস্টও চালান।