একের পর এক অস্ত্রোপচার, ভেঙে গিয়েছিল হাড়, অবশেষে হাসি মুখে বাড়ি ফিরলেন পবনদীপ

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: মারাত্মক দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন। যেন মৃত্যুর মুখ থেকেই ফিরে এলেন  ‘ইন্ডিয়ান আইডল ১২’-খ্যাত গায়ক পবনদীপ রাজন। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। বিমানে চেপে বাড়ি ফেরার সময়ের একটি ছবি ভাগ করে নিয়েছেন গায়ক।

উত্তর প্রদেশের আমরোহা জেলার দিল্লি জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন পবনদীপ। কেবল ‘আহত’ বললেও ভুল হবে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, শরীরের একাধিক হাড় ভেঙে গিয়েছিল তাঁর। একাধিক অস্ত্রোপচার শরীর জুড়ে। প্রায় ২৫ দিনের মৃত্যুর সঙ্গে লড়াই। অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন শিল্পী।

পবনদীপের দুর্ঘটনার খবর জানতে পেরে চিন্তায় ভেঙে পড়েছিলেন অনুরাগীরাও। নিয়মিত নজর রেখেছেন গায়কের সমাজমাধ্যমের পাতায়। প্রতি মুহূর্তের খবর সরবরাহ করে গিয়েছে পবনদীপের সহকারী দলও। অবশেষে গায়কের সুস্থ হয়ে বাড়ি ফেরার খবরে উৎফুল্ল তাঁরাও।

তবে এই কয়েকদিনে অনেকটা ধকল গেছে তারকার শরীরের উপর দিয়ে। প্রথম অস্ত্রোপচার টানা ছ’ঘণ্টা ধরে হয়েছিল। তার কিছুদিনের মাথায় আবার দ্বিতীয় অস্ত্রোপচার। সব মিলিয়ে এখনও কত দিন তাঁকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে, তা জানা যায়নি পবনদীপের কাছ থেকে। আপাতত তাঁকে আবারও সুস্থ হয়ে মঞ্চে গান গাইতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *