পাইরেসির দাপট, লাভের জায়গায় ক্ষতির মুখ দেখল ভাইজানের ‘সিকান্দার’

0




কোথায় স্টারডম! কোথায় ভাইজানের ম্যাজিক! ঈদে প্রত্যেকবারই অনুরাগীদের জন্য নতুন নতুন সিনেমা নিয়ে আসেন সলমন খান। আর তাঁর এবারের চমক ছিল ‘সিকন্দর’। অথচ সলমন খানের সিনেমা যেখানে কোটি কোটি টাকার ব্যবসা করে, সেখানে ‘সিকান্দার’ বিশাল টাকার ক্ষতির মুখে! অথচ এই সিনেমাতেই নানা হুমকি সামলে জীবনের ঝুঁকি নিয়ে শুটিং করেছিলেন সলমন। সিকান্দার নাকি বক্স অফিসে সাড়াই ফেলতে পারেনি। নির্মাতাদের দাবি, প্রায় ৯১ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে এই সিনেমা। কেন? প্রশ্ন একটাই। নির্মাতাদের দাবি, পাইরেসির দাপটেই ব্যবসায় লাভের মুখ দেখা তো দূর অস্ত, ক্ষতিই হয়েছে। সিনেমা মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইনে সম্পূর্ণ পাইরেটেড ভার্সন ছড়িয়ে পড়ে। এমনকি কিছু জায়গায় প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ছবিটা ফাঁস হয়ে যায় বলে অভিযোগ। বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এই অবৈধ সংস্করণে এমন কিছু দৃশ্যও ছিল, যা মূল সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল। ছবির প্রযোজক মোট ৬০০টা সাইট থেকে অনলাইন ভার্সনটা মুছে ফেলেছিলেন, তাতেও শেষরক্ষা হয়নি। ফলে ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এই ক্ষতি পুষিয়ে নিতে ৯১ কোটি টাকার বিমার আবেদন করছেন। তবে অনেকেই বলেছেন, সলমন খানের এই ছবিটি ব্লকবাস্টার হিট হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাস থাকা সত্ত্বেও, সিনেমার কাহিনী থেকে শুরু করে দুর্বল অভিনয়, দুর্বল ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং আরও অনেক কিছু নিয়েই দর্শকরা খুবই হতাশ হয়েছেন। কোনও কোনও নেটিজেন এটাকে সলমনের কেরিয়ারের সবচেয়ে খারাপ ছবিও বলেছেন। অনেকেই দাবি করেছেন, সিকান্দারের কোনও আকর্ষণীয় গল্প নেই। ‘সিকান্দার’ ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণী সুপরিচিত নির্মাতা এ আর মুরুগাদোস। সলমন খানের পাশাপাশি এতে অভিনয় করেছেন রশ্মিকা মান্ধানা, কাজল আগরওয়ালের মতো তারকারা। তবে ভক্তদের জন্য আশার কথা বরাবরের মতোই নতুন চমক নিয়ে ফিরছেন সলমন খান তাঁর আগামী ছবিতে।
সলমনের নতুন এই ছবির সবথেকে বড় চমক হল এই ছবির জুটি। পূর্ব লাখিয়ার ছবির হাত ধরেই নাকি এই প্রথম জুটি বাঁধতে চলেছেন সলমন ও চিত্রাঙ্গদা সিং। যদিও নতুন এই ছবির নাম নির্ধারিত হয়নি। এমনকী এই ছবি মুক্তি কবে পাবে বা শুটিং সংক্রান্ত কোনও তথ্যও এখনও জানানো হয়নি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *