‘দেব-শুভশ্রী খুব প্রিয়’, গান শুনে আবেগী পরীমণি, ও পার বাংলা থেকে পাঠালেন শুভেচ্ছা
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
বলিউডে ‘সাইয়ারা’র উন্মাদনা এক দিকে। বাংলাতে আসন্ন ছবি ‘ধূমকেতু’ নিয়ে দর্শকদের উত্তেজনাটাও কিন্তু কম নয়। এই ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির টিজার, গান-সহ একাধিক ঝলক। আপাতত অপেক্ষা আগামী ৪ অগাস্টের। এ দিন এই ছবির গ্র্যান্ড ট্রেলার লঞ্চ। আপাতত তারই অপেক্ষায় অনুরাগীরা। তার আগে ও পার বাংলা থেকে শুভেচ্ছা পাঠালেন অভিনেত্রী পরীমণি।
‘ধূমকেতু’কে ঘিরে দর্শকদের উন্মাদনার আরও একটি কারণ হল, বহুচর্চিত দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটিকে আরও একবার পর্দায় দেখা। প্রায় ১২ বছর পর একসঙ্গে ফিরছেন তাঁরা। এই উন্মাদনা কেবলমাত্র বাংলাতেই নয়, বরং ছড়িয়েছে ও বাংলাতেও। ভালবাসা উজাড় করেছেন বাংলাদেশি অভিনেত্রী পরীমণি।
সদ্যই মুক্তি পেয়েছে এই ছবির গান ‘হবে না দেখা?’ গানের প্লেলিস্ট হোক বা দর্শকদের মন, খুব অল্প সময়ের মধ্যেই দু’ক্ষেত্রে জায়গা করে নিয়েছে গান। এমনকি এই গান শুনে আবেগী হয়েছেন পরীমণিও। অভিনেত্রী লিখেছেন, ‘এই গানটি আমাকে আক্ষরিক অর্থেই কাঁদায়!’ পাশাপাশি দেব-শুভশ্রীর জুটি যে তাঁরও প্রিয়, সেই কথাও জানাতে ভোলেননি পরী। দুই তারকাকে ট্যাগ করে তিনি লেখেন, ‘দেব এবং শুভশ্রী, তোমরা সবসময় আমার প্রিয়।’ সেই সঙ্গে যোগ করেন, ”ধূমকেতু’র জন্য রইল শুভকামনা।’

ঝুলিতে একের পর এক হিট ছবি। রুপোলি পর্দায় বরাবরই জনপ্রিয় দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটি। পর্দায় তাঁদের রসায়ন যেমন নজর কেড়েছে দর্শকদের, তেমনই তা গড়িয়েছিল পর্দার বাইরেও। দোহের প্রেম থেকে বিচ্ছেদ, সবকিছুরই সাক্ষী অনুরাগীরা। তবে শেষবারের মতো পর্দায় তারকাজুটির দেখা মিলেছিল ২০১২ সালে। মাঝে কেটে গিয়েছে দীর্ঘ সময়। বদলেছে সম্পর্কের সমীকরণ। অবশেষে প্রায় ৯ বছর পর মুক্তি পাচ্ছে তাঁদের অভিনীত এখনও পর্যন্ত শেষ ছবি ‘ধূমকেতু’। অপেক্ষা ১৪ অগাস্টের।