মনোমালিন্য অতীত! সুদীপের জন্মদিনে বিশেষ বার্তা এল ‘প্রাক্তন’ পৃথার তরফে
এন্টারটেইনমেন্ট ডেস্ক: তাঁরা নাকি একসঙ্গে থাকেন না আর। দু’জনের ছাদ আলাদা হয়েছে আগেই। চলতি বছরের শুরুর দিকে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় এবং নৃত্যশিল্পী পৃথা চক্রবর্তীর বিবাহবিচ্ছেদের পোস্ট নিয়ে কম আলোচনা হয়নি নেটদুনিয়ায়। প্রথমে ব্যক্তিগত বিষয়কে ব্যক্তিগত রাখার জন্য হাজার কাঠখড় পোড়ালেও বিতর্ক বাড়তে মুখ খুলতে বাধ্য হয়েছিলেন অভিনেতা। তবুও পরে আডিশনের মুখোমুখি হয়ে অভিনেতা জানিয়েছিলেন, দু’জনের ছাদ আলাদা হলেও সুদীপের আজও প্রিয় প্রাক্তন পৃথা। মান-অভিমান, দূরত্ব ভুলে অভিনেতার জন্মদিনে কী করলেন প্রাক্তন স্ত্রী?
২৭ সেপ্টেম্বর সুদীপ চট্টোপাধ্যায়ের জন্মদিন। এই বিশেষ দিনে একটি পারিবারিক ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন পৃথা। ছবিতে দেখা যাচ্ছে দুই ছেলেকে নিয়ে বসে আছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ জন্মদিনের শুভেচ্ছা। ধন্যবাদ এত ভালবাসার জন্য। সুদীপ আমাদের ধন্যবাদ বলো।” যদিও এই নিদর্শন প্রথম নয়, এর আগে একাধিক অনুষ্ঠানে একসঙ্গে ধরা দিয়েছেন তারকাদম্পতি। স্বাভাবিকভাবেই তাঁদেরকে ঘিরে নেটিজেনদের প্রশ্ন, ‘আদৌ কি বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন তাঁরা?’