‘রঘু তো ফুস্‌! তোমাদের দৌড় এআই পর্যন্তই’, রানা সরকারের পোস্টে ফের সরব কুণাল

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: একদিকে বাংলার চার ছবির বক্সঅফিসের লড়াই, অন্য দিকে সমাজমাধমে রানা সরকার এবং কুণাল ঘোষের তরজা। দেবের ‘রঘু ডাকাত’ মুক্তি পাওয়ার আগে থেকেই চলছে বাকযুদ্ধ। সম্প্রতি ফেসবুকে কৃত্রিম বুদ্ধিমত্তার জেরে বানানো কুণাল ঘোষের একটি ভিডিয়ো পোস্ট করে বসেন রানা। এ বার তার উত্তরেই ফের চাঁচাছোলা কুণাল।

নেটমাধ্যমে এই মুহুর্তে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘রঘু ডাকাত’কে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দর্শকদের। অনেকেই যেমন প্রশংসা করছেন, তেমন সমালোচকদের তালিকাও কিন্তু দীর্ঘ। তাঁর দলে রয়েছেন রাজনীতিক তথা অভিনেতাও। রানার পোস্ট করা এআই ভিডিয়ো নিয়ে উত্তর দিতে গিয়ে কুণাল ফেসবুকে লেখেন, ‘এআই আমার ভারি পছন্দ হয়েছে।
তুমি আর তোমার মালিকরা আমাকে নিয়ে এ ভাবেই দিনরাত ব্যস্ত থাকো। তোমাদের গোটা অফিস, আইটি টিম, গ্রাফিক্স টিম নামাও। রঘু তো ফুস্। এখন আপাতত এসবই চলুক।’ তিনি আরও যোগ করেন, “দর্শক ‘রক্তবীজ ২’, ‘দেবী চৌধুরানী’, ‘যত কান্ড কলকাতাক’কে ভাল বলছে। আর তোমাদের দৌড় যে এআই আর গ্রাফিক্সভিত্তিক, সেটা নিজেই প্রমাণ করে দিলে। খ্যাঁক খ্যাঁক। যে মামলায়, যার টাকা নেওয়ার মামলায় রঘু ইডির সমন পেয়েছিল, সেই সংক্রান্ত প্রাণীর উপর বসিয়ে রঘুর একটা ছবি ছাড়ব? ছাড়ব না, কারণ তোমার মত আমার চারটে পা নয়। যাই হোক, তোমরা যে আমার পোস্টে ডুবে আছো, লিখব না বলেও আবার লিখতে বাধ্য হচ্ছো, তাতে মোগ্যাম্বো খুশ হুয়া। আর হ্যাঁ, শনিবারও স্টারে রক্তবীজ ২ হাউসফুল। বোরোলীন লাগিয়ে ঘোরো।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *