সবাইকে স্বস্তি দিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন প্রেম চোপড়া, ৯০ পেরিয়ে কেমন আছেন তিনি?

0

প্রেম নাম হ্যায় মেরা… প্রেম চোপড়া
‘ববি’ সিনেমার এই প্রতীকী সংলাপটিই প্রেম চোপড়াকে তারকাখ্যাতিতে পৌঁছে দিয়েছিল। এরপর নানা অসংখ্য মণিমুক্তো ছড়ানো তাঁর সিনেমায় ভিলেনের পাঠ। হতে পারেন সিনে পর্দার ভিলেন, কিন্তু মানুষের মণিকোঠায় জীবন্ত তাঁর সাবলীল অভিনয়। কিংবদন্তি তারকা ধর্মেন্দ্রকে নিয়ে যখন গোটা বলিউড উদ্বিগ্ন, তখন অন্য প্রান্তের হাসপাতালে শয্যাশায়ী ছিলেন আর এক ৯০ পেরোনো অভিনেতা প্রেম চোপড়া। ধর্মেন্দ্রর মতোই সবাইকে স্বস্তি দিয়ে তিনিও বাড়ি ফিরেছেন।


গত ৮ নভেম্বর তাঁর শারীরিক অবস্থা বেশ সঙ্কটজনক হয়। শ্বাসকষ্ট শুরু হয় অভিনেতার। তাড়াতাড়ি তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। ভাইরাল সংক্রমণ এবং বার্ধক্য জনিত জটিলতার কারণে প্রায় এক সপ্তাহ ধরে তিনি ভর্তি ছিলেন হাসপাতালে। ছাড়া পাওয়ার পর আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং কয়েকদিনের মধ্যেই আরও সুস্থ হয়ে উঠবেন। হাসপাতাল থেকে অভিনেতা বাড়ি ফেরায় কিছুটা স্বস্তিতে তাঁর অনুরাগীরা। রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে শেষবার দেখা গিয়েছে প্রেম চোপড়াকে। ১৯৬০ থেকে শুরু করে ১৯৯০, একাধিক সফল ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন প্রেম চোপড়া।  ভয়, রোমাঞ্চ আর আকর্ষণের মিশেলে তাঁর অভিনয় বলিউডের ইতিহাসে স্থায়ী স্থান দিয়েছে।

খলনায়ক চরিত্রের অভিনয়ে তিনি নিজেকে প্রমাণ করেছিলেন। পেয়েছেন একাধিক পুরস্কার আর দর্শকদের অগাধ ভালবাসা। দীর্ঘ কেরিয়ারে, ৩০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন প্রেম চোপড়া। ১৯৩৫ সালের ২৩ সেপ্টেম্বর লাহোরে জন্ম হয় প্রেম চোপড়ার। ছোটবেলাতেই পরিবার সহ ভারতে চলে আসেন তিনি। এরপর বলিউড কাঁপিয়েছেন দাপটের সঙ্গে। তাঁর উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে ‘ওহ কৌন থি?’, ‘উপকার’, ‘দো রাস্তে’, ‘কাটি পতঙ্গ’, ‘ববি’-র মতো একাধিক কালজয়ী সিনেমা। পরবর্তী বছরগুলিতেও ‘দো অঞ্জানে’, ‘ত্রিশূল’, ‘দোস্তানা’, ‘ক্রান্তি’-র মতো জনপ্রিয় ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তিনি। প্রসঙ্গত, ধর্মেন্দ্রও কয়েকদিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তিনি এখন আগের তুলনায় ভাল আছেন বলেই পারাবারিক সূত্রে খবর। সেই জন্য ধর্মেন্দ্রর ৯০ তম জন্মদিন সেলিব্রেশনের পরিকল্পনা করছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed