নির্ঘণ্ট জানা গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের, জেনে নিন কী কী থাকছে এ বার

0

উত্তম কুমার এবং সুচিত্রা সেন অভিনীত ‘সপ্তপদী’ ছবি দিয়েই ৩১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ৬ নভেম্বর। নন্দন, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন জুড়ে উৎসব চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে উৎসবের নির্ঘণ্ট জানিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। যেখানে হাজির ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, শান্তনু বসু, হরনাথ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, জুন মালিয়া, পরিচালক হরনাথ চক্রবর্তী সহ অন্যান্যরা।ছিলেন পোল্যান্ডের প্রতিনিধি জয়দীপ রায়।

এবারের ট্যাগলাইন- চলচ্চিত্র মেলায় বিশ্ব ৷ ফোকাস কান্ট্রি পোল্যান্ড ৷ শতবর্ষ উপলক্ষে শ্রদ্ধা ঋত্বিক ঘটক, গুরু দত্ত, সন্তোষ দত্ত, রিচার্ড বার্টন, সলিল চৌধুরী, রাজ খোসলা ও স্যাম পেকিনপাহকে। বিশেষ সম্মান জানানো হবে শ্যাম বেনেগাল, ডেভিড লিঞ্চ, অরুণ রায়, রাজা মিত্র এবং শশী আনন্দকে। বেঙ্গলি প্যানোরমা’য় দেখানো হবে ঋত্বিক ঘটকের ‘কোমলগান্ধার’, ‘সুবর্ণরেখা’-সহ ‘বাড়ি থেকে পালিয়ে’, ‘পিঞ্জর’-এর মতো ছবিগুলি। ৩৯টি দেশের ২১৫টি ছবি এবার উৎসবে প্রদর্শিত হবে। রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ১৮২৭টি ছবি থেকে এবার ২১৫ টি ছবি নির্বাচিত করা হয়েছে। চলচ্চিত্র উৎসবে এ বছর দেখানো হবে মোট ১৮৫টি ফিচার ফিল্ম, ৩০টি শর্ট ফিল্ম এবং ৩৫টি তথ্যচিত্র। তালিকায় রয়েছে ১৮টি স্থানিয় ভাষা ও ৩৯টি বিদেশি ভাষার ছবি। তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন জানান বাংলা ও হিন্দি চলচ্চিত্রের গান নিয়ে এবার সিনে আড্ডায় বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।রাজ্যের মুখ্যমন্ত্রী যার নাম দিয়েছেন ‘গানে গানে সিনেমা’।


আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ অনুষ্ঠান করতে দেখা যাবে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে। জানা গেছে, উদ্বোধনী মঞ্চে থাকছেন শত্রুঘ্ন সিনহা, রমেশ সিপ্পি। থাকতে পারেন শর্মিলা ঠাকুর-ও। সঞ্চালনার দায়িত্বে থাকছেন জুন মালিয়া এবং পরমব্রত চট্টোপাধ্যায়। অন্যদিকে, এই বছরের ফিল্ম ফেস্টে উদযাপিত হবে ‘শোলে’ সিনেমার ৫০ বছর পূর্তি। ৭ নভেম্বর শিশির মঞ্চে সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার বিভাগে স্মৃতি রোমন্থনে ভাসবেন রমেশ সিপ্পি৷

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *