নিউ ইয়র্কে করবা চৌথে রাঙা সাজে প্রিয়াঙ্কা, ট্যুরের মাঝেই ফিরলেন নিক

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: শীতল নিউ ইয়র্কের বুকে যেন উষ্ণ ভালোবাসার উৎসব! প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস-এর এবারের করবা চৌথ-এর ঝলক দেখে মুগ্ধ নেটপাড়া। নিক জোনাস ট্যুরের মাঝখানে সব কাজ ফেলে সোজা বাড়ি। কারণ? স্ত্রীর পাশে থাকা। ভালোবাসার এই টান, এই ‘ডেডিকেশন’ সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। অভিনেত্রীও সেজেছেন ঐতিহ্যের রঙে— লাল এমব্রয়ডারি করা স্যুট, হাতে সেই রঙের চুড়ি, কপালে ছোট্ট টিপ। সাজের উজ্জ্বলতা ছাড়িয়ে চোখে পড়ছিল মুখের তৃপ্তি। পাশে কালো শার্টে নিক—হাসিতে ভরা এক শান্ত বিকেল।

তবে এ বছরের বিশেষ আকর্ষণ ছিল ছোট্ট মালতী মেরি চোপড়া জোনাস। মায়ের সঙ্গে সেও যেন উৎসবের শামিল। এক ছবিতে দেখা যাচ্ছে, লাল সাজের মাঝখানে বসে নোটপ্যাডে কী যেন আঁকিবুকি করছে। আর অন্য ছবিতে? মায়ের হাতের মেহেন্দির পাশে মালতীর কচি হাতেও নকশা।

শুধু তাই নয়, করবা চৌথের ঠিক আগে প্রিয়াঙ্কা নিজের হাতে মেহেন্দি দিয়ে লেখেন স্বামীর পুরো নাম— ‘নিকোলাস’ এবং সেই সঙ্গে হিন্দিতেও নাম লেখেন। এতেই বোঝা যায়, দেশ থেকে দূরে থেকেও প্রিয়াঙ্কা নিজের শিকড়কে কতটা আঁকড়ে ধরে বাঁচেন। দুর্গাপূজোতেও তাঁকে মুম্বইয়ের মুখোপাধ্যায় পরিবারের সঙ্গে দেখা গিয়েছিল।

২০১৮ সালে রাজস্থানের যোধপুরে তাঁদের চার হাত এক হয়। এরপর থেকে দু’জনেই সমান তালে সামলেছেন দুই ভিন্ন সংস্কৃতিকে। আর ২০২২ সালে সারোগেসির মাধ্যমে মালতীর আগমন তাঁদের ভালবাসার ঘরকে আরও পূর্ণ করেছে। 

প্রিয়াঙ্কাকে শেষ দেখা গিয়েছে ‘হেডস অফ স্টেট’-এ। এরপর মহেশ বাবু-র সঙ্গে ‘এসএসএমবি২৯ ‘ এবং উনিশ শতকের ক্যারিবিয়ান জলদস্যুর চরিত্রে ‘দ্য ব্লাফ’-এ তাঁকে দেখা যাবে। তবে আপাতত এই মন ভালো করা ভালোবাসার মুহূর্তেই বুঁদ হয়ে রয়েছে সকলে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *