‘কঠিন সময় দীর্ঘদিন থাকবে না’, বিতর্কের মাঝেই জন্মদিনে স্বামীকে বিশেষ বার্তা পূজার

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ছোট পর্দা, বড় পর্দা– দু’য়েরই বেশ পরিচিত মুখ পূজা বন্দ্যোপাধ্যায়। তবে এই মুহূর্তে তাঁকে ঘিরে বিতর্কের রেশই বেশি। সম্প্রতি তাঁদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উগরে দিয়েছেন প্রযোজক শ্যামসুন্দর দে এবং তাঁর স্ত্রী। প্রযোজকের স্ত্রী মালবিকা দে সর্বসমক্ষেই লিখেছিলেন, নির্যাতন, অপহরণ তো রয়েছেই। প্রাণনাশের হুমকি পর্যন্ত নাকি তাঁদের শুনতে হয়েছিল পূজা এবং তাঁর স্বামী কুণাল বর্মার কাছ থেকে।

কিছুদিন আগেই এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন অভিনেত্রী। এ বার স্বামী কুণালের পাশে পাশে থাকার আশ্বাস দিলেন তিনি।

স্বামীকে উদ্দেশ্য করে পূজা লিখলেন, ‘কঠিন সময় দীর্ঘদিন স্থায়ী হয় না। কিন্ত কঠিন মানুষ সারাজীবন একই রয়ে যায়। আমি জানি তুমি সবচেয়ে শক্তিশালী পুরুষ। শুভ জন্মদিন। তোমাকে ভালবাসি। আমার এই হৃদয় ছাড়া তোমাকে জন্মদিনে কিছুই দেওয়ার নেই।’

কিছুদিন আগেই তিনি এবং তাঁর স্বামী কুণাল বর্মা জানিয়েছিলেন, সর্বস্ব খুইয়ে সর্বস্বান্ত হয়েছেন নাকি তাঁরা। খুব পরিচিত একজনের কাছ থেকেই প্রতারণার শিকার হয়েছেন। তারকা দম্পতি বলেন, “আমাদের সব শূন্য থেকে শুরু করতে হবে এ বার। তবে আমরা হার মানব না। আমরা হার মানতে চাই না। আমরা আমাদের সব জমানো টাকা খুইয়ে ফেলেছি।” এই ঘটনার কথা প্রকাশ্যে আসার কিছুদিনের মধ্যেই গল্প মোড় দেয় অন্যদিকে।

ফেসবুকে বিস্ফোরক দাবী করেন প্রযোজক-পত্নী। তিনি লেখেন, ‘৩১শে মে, ২০২৫, আমার স্বামী মি. শ্যামসুন্দর দে, যিনি বাংলা চলচ্চিত্র জগতের একজন বিশিষ্ট নির্মাতা ও ৬০টিরও বেশি ছবির প্রযোজক, তাঁকে পূজা ব্যানার্জী (ওরফে পূজা বসু), কুনাল বর্মা এবং তাঁদের প্রভাবশালী সহযোগী পীযুষ কোঠারী দ্বারা জোরপূর্বক অপহরণ, আটক ও অর্থ আদায়ের জন্য হুমকি এবং মারধর করা হয়। ব্যবসায়িক সফরে গোয়ায় থাকাকালীন, শ্যাম যখন গাড়ি চালাচ্ছিলেন, তখন হঠাৎ পূজা ব্যানার্জী ও তাঁর সঙ্গে থাকা বাকিরা পথরোধ করে এবং তাঁকে একটি অজানা স্থানে জোর করে নিয়ে যায়।’

বিতর্ক বাড়তেই গত মাসে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন পূজা। তিনি লেখেন, ‘যাঁরা মিথ্যে কথা রটাচ্ছেন তাঁদেরও ঈশ্বর মঙ্গল করুন। ভগবান সব দেখছেন।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *