মাইক কাড়ল অটিস্টিক শিশু, আয়োজকদের আশ্বস্ত করলেন তারকা নয়, ‘মা’ কোয়েল
এন্টারটেইনমেন্ট ডেস্ক: মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন কোয়েল মল্লিক আচমকাই তাঁর হাত থেকে মাইক ছিনিয়ে নেয় এক ছোট মেয়ে। অভিনেত্রী আবার মাইকটি নিতে গেলেও বারবার সেটি কেড়ে নিয়ে নিজের নাম বলতে থাকে সে। ঘটনাট আকস্মিকতায় আশেপাশের আয়োজকদের মধ্যে কেউ কেউ অস্বস্তিতে পড়লেও কোয়েল একটুও বিচলিত হন না। বরং শান্তভাবে হাসি মুখে ঘাড় নেড়ে উদ্যোক্তাদের অস্বস্ত করেন। এরপর শিশুটির সম্মতি নিয়েই ফের মাইকটি হাতে নিয়ে নিজের বক্তব্য শেষ করেন তিনি।
এই শিশুটি আসলে অটিজমে আক্রান্ত। আর সেখানে সে একাই ছিল না। তার মতোই আরও কিছু নিষ্পাপ প্রাণ উপস্থিত ছিল আমির খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সিতারে জমিন পর’ দেখতে।
সেখানেই এই ঘটনাটি ঘটে। যদিও এমন ঘটনা একেবারেই ‘সাধারণ’ কোয়েলের কাছে। তিনি নিজেও তো একজন মা। তাই তাঁর কাছে প্রতিটা শিশুই সমান। আর সেই কারণেই ভিডিয়োতে দেখা যায়, কেউ কেউ শিশুটিকে বাধা দিতে এলেও, কোয়েল হাত নেড়ে তাঁদের আটকান এবং পরবর্তীতে সেই মেয়েটিকে জিজ্ঞেস করেন তিনি এ বার তার হাত থেকে মাইকটি নিতে পারবেন কি না। শিশুকন্যাটি অনুমতি দিলে তবেই মাইকটি নেন এবং নিজের বক্তব্য শেষ করেন কোয়েল। আসলে তারকা হলেও তিনি দুই সন্তানের মা। এমন আচারণে মাতৃত্বকেই প্রকাশ করলেন কোয়েল। যা দেখে অভিনেত্রীর প্রশংসাও করেছেন অনুরাগীরা।
সম্প্রতি শহরের এক বহুতলে অনুষ্ঠিত হয় আমিরের ‘সিতারে জমিন পর’ ছবির বিশেষ স্ক্রিনিং। যেখানে উপস্থিত ছিলেন ২০০টিরও বেশি অটিস্টিক শিশু এবং সঙ্গে তাঁদের অভিভাবকেরা।
ছবিটির মূল বার্তা নিউরোডাইভারসিটি ও অটিজমকে নিয়ে। এখনও বহু পরিবারেই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আচরণ অস্বীকার করার প্রবণতা দেখা যায়। ছোটবেলায় যখন সেই লক্ষণ দেখা যায়, তখন অনেকেই সেটিকে এড়িয়ে যান। আর এই বিষয়টিকে ঘিরেই কোয়েল বলেন, “প্রতিটি শিশুই আলাদা। তার মানে এই নয়, কেউ কম কিছু। সময় মতো লক্ষণ চিহ্নিত করে চিকিৎসা ও সহানুভূতির মাধ্যমে পাশে দাঁড়ানো দরকার। প্রত্যাখ্যান নয়, গ্রহণ করাটাই আসল।”