পুরীর জগন্নাথদেবকে ম্যাচ দেখার অভিনব আমন্ত্রণ! শুভমন-হার্দিককে নিয়ে আশার আলো
ম্যাচ খেলার আগে মন্দিরে যান অনেকসময় ক্রিকেটার-কোচ। বড় টুর্নামেন্ট জেতারও পরও ট্রফি নিয়ে মন্দিরে যাওয়ার রেওয়াজ আছে। তবে এ বার সবকিছু ছাপিয়ে আরও অভিনবত্ব আনল ওড়িশা ক্রিকেট সংস্থা। ৯ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ওড়িশার কটকে। সেই ম্যাচের টিকিট বিক্রি এখনও শুরু হয়নি। তবে তার আগে পুরীর জগন্নাথধামে মহাপ্রভু জগন্নাথদেবকে টিকিট দিয়ে আমন্ত্রণ জানিয়ে এলেন তাঁরা। সেইসঙ্গে সুষ্ঠভাবে ম্যাচ আয়োজনের প্রার্থনাও সেরে এলেন কর্মকর্তারা। সমাজ মাধ্যমে সেই ছবি শেয়ারও করেছেন তারা। ওড়িশা ক্রিকেট সংস্থার সচিব সঞ্জয় বেহেরা বলেন, “প্রথম টিকিটটি জগন্নাথদেবের পাদপদ্মে দেওয়া হয়েছে। আসলে তাঁকে আমরা প্রতীকী আমন্ত্রণ জানিয়েছি। তাঁর আশীর্বাদ নিয়ে আমরা ম্যাচ আয়োজন করব।” এই ম্যাচের প্রথম টিকিটটি অবশ্য কেনেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীকে ম্যাচ দেখার আমন্ত্রণও জানায় ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশন।
টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতকে। এরপর ওডিআই সিরিজে প্রথম ম্যাচ জিতে এগিয়ে রয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি টি২০ খেলবেন সূর্যকুমার যাদবরা। খুব দ্রুতই টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছে ওড়িশা ক্রিকেট সংস্থা। টি২০ দল এখনও ঘোষণা হয়নি। এরমধ্যেই শুভমন গিল রিহ্যাব শুরু করেছেন। তবে টি২০তে ফিরতে পারবেন কিনা, এখনই নিশ্চিত নয়।
কারণ, বোর্ড একেবারে ফিট না হলে ঝুঁকি নিতে রাজি নয়। জগিং, জিম দিয়েই রিহ্যাব শুরু করেছেন তিনি। সব ঠিক থাকলে এই সপ্তাহের শেষের দিকে ব্যাট হাতে অনুশীলনে নামতে পারেন তিনি। অন্যদিকে, হার্দিক পান্ডিয়াকে নিয়েও আশার আলো দেখা গেছে। হার্দিককেও অবশেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার ছাড়পত্র দেওয়া হয়েছে। বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্স তাঁকে সম্পূর্ণ ফিট ঘোষণা করে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বরোদার হয়ে খেলার অনুমতি দিয়েছে। গত সেপ্টেম্বরে এশিয়া কাপের সময় পেশিতে চোট পান পান্ডিয়া। এরপর থেকেই ক্রিকেট থেকে দূরে থাকতে হয় হার্দিককে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই সেরা ক্রিকেটারদের ফিটনেসের দিকে বেশি নজর দিচ্ছে এখন বোর্ড।
