প্রকাশ্যে রণবীর-এর রামায়ণের ঝলক, নিতেশ তিওয়ারি কি পারবেন অস্কারজয়ী টিম কে নিয়ে সফল হতে?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: প্রায় ৫০০০ বছর আগের এক মহাকাব্য, যা আজও আড়াইশো কোটির বেশি মানুষের বিশ্বাসের মূলভিত্তি। সেই ‘রামায়ণ’ই এ বার এক নতুন রূপে, নতুন ভাষায়, নতুন পরিসরে ফিরে আসছে বড়পর্দায় । নির্মাতা নমিত মালহোত্রার ‘প্রাইম ফোকাস স্টুডিওজ’, অস্কারজয়ী ভিএফএক্স সংস্থা ‘ডিএনইগ (DNEG)’, এবং ‘কেজিএফ’ খ্যাত যশ-এর ‘মনস্টার মাইন্ড ক্রিয়েশনস’ মিলিতভাবে গড়ে তুলছে ভারতের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী সিনেম্যাটিক ইউনিভার্স—‘রামায়ণ’।

পরিচালনায় আছেন নিতেশ তিওয়ারি। দুই খণ্ডে মুক্তি পাবে সিনেমাটি—প্রথম ভাগ ২০২৬ সালের দীপাবলিতে, দ্বিতীয়টি ২০২৭-এ। সম্প্রতি প্রকাশ পেল এর প্রথম ঝলক ‘রামায়ণ : দ্য ইন্ট্রোডাকশন’, যা ভারত থেকে নিউ ইয়র্ক টাইমস স্কোয়ার পর্যন্ত আলোড়ন তুলেছে।

এই সিনেমাটির  জন্য বেছে নেওয়া হয়েছে একঝাঁক বর্ণময় তারকাদের , যারা ভারতীয় সিনেমার ইতিহাসে কে এক নতুন দিগন্তে তুলে ধরতে চলেছেন। রামের ভূমিকায় কাপুর পরিবারের চতুর্থ প্রজন্ম -রণবীর কাপুর, সঙ্গে সীতার চরিত্রে সাই পল্লবী। লঙ্কাধিপতি রাবণের চরিত্রে সুপারস্টার এবং সহ-প্রযোজক যশ। রাম ভক্ত হনুমানের ভূমিকায় অ্যাকশন হিরো সানি দেওল আর লক্ষ্মণের ভূমিকায় রবী দুবে।

তবে চমক শুধু অভিনয়েই নয়, পর্দার পেছনেও রয়েছে বিশ্বের সেরা প্রতিবাদের মেলবন্ধন।এই প্রথমবার হান্স জিমার এবং এ. আর. রহমান একসঙ্গে তৈরি করছেন এই মহাকাব্যের সঙ্গীতরূপ। যুদ্ধদৃশ্যের কোরিওগ্রাফিতে থাকছেন অ্যাভেঞ্জার্স খ্যাত টেরি নোটারি এবং ম্যাড ম্যাক্স-এর গাই নরিস। প্রোডাকশন ডিজাইন সামলাচ্ছেন রবি বনশল (দুন ২) এবং র‍্যামজি অ্যাভেরি (ক্যাপ্টেন আমেরিকা )-এর মতো বিশ্বমানের শিল্প নির্দেশকেরা।

প্রযোজক নমিত মালহোত্রার কথায়, “এই সিনেমা শুধু একটি ঐতিহাসিক কাহিনি নয়, এটি বিশ্বের দরবারে ভারতীয় সংস্কৃতির এক অমূল্য উপহার। বিশ্বের দরবারে ভারতের সত্য তুলে ধরার এক সাংস্কৃতিক আন্দোলন।”

পরিচালক নিতেশ তিওয়ারি যোগ করেন , “এই কাহিনি আমাদের আত্মার অংশ। একে শুধু বড় পর্দায় তোলা নয়, একে বিশ্বের হৃদয়ে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *