ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা রানির! মুম্বইয়ের যশ রাজ স্টুডিয়োয় হাজির তিনি
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা রানি মুখোপাধ্যায়ের! বুধবার মুম্বইয়ের যশ রাজ স্টুডিয়ো পরিদর্শন করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। তিনি যশ রাজ পরিবারের পুত্রবধূ রানি মুখোপাধ্যায়-সহ বেশ কয়েকজন সেলিব্রিটির সঙ্গেও দেখা করেন। তাঁকে শুভেচ্ছা জানান রানি। ভারত ও ব্রিটেনের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে প্রথমবারের মতো ভারত সফরে এসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। সেই সফরে বুধবার মুম্বইয়ের যশ রাজ স্টুডিয়ো পরিদর্শন করেন স্টার্মার। তিনি বলেন, ‘বলিউড ব্রিটেনে ফিরছে। এটি কর্মসংস্থান, বিনিয়োগ এবং নতুন সুযোগ তৈরিতে সহায়তা করবে। এই অংশীদারি ভারত ও ব্রিটেনের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করবে’।

এদিন দুপুরেই যশরাজ ফিল্মসের স্টুডিওতে পৌঁছন ব্রিটেনের প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সদ্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তথা যশরাজের বর্তমান কর্ণধার আদিত্য চোপড়াপত্নী রানি মুখোপাধ্যায়। স্টার্মারের সঙ্গে রানির সৌজন্য সাক্ষাতের মুহূর্ত ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যুক্তরাজ্যে বিগ বাজেটে ৩টি সিনেমা নির্মাণ করবে যশ রাজ ফিল্মস। এর মাধ্যমে তৈরি হবে তিন হাজারের বেশি কর্মসংস্থান। জনপ্রিয় সিনেমা শাহরুখ খান ও কাজল জুটির ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ (ডিডিএলজে) ছবির বড় অংশই ব্রিটেনে শুটিং করা হয়েছিল। সেই ছবির ৩০ বছর পূর্তিতে আবারও সেই দেশে সিনেমা নির্মাণ করতে যাচ্ছে তারা। প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার জানান, ‘২০২৬ সালের শুরু থেকেই তিনটে সিনেমার শুটিং শুরু হবে। এটা দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির ইতিবাচক প্রভাবের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে’। তাঁর এই সফর যশ রাজ স্টুডিওর ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজনের সঙ্গেও মিলে গেছে। স্টার্মার বলেন, ‘বলিউড আবার ব্রিটেনে ফিরেছে। এর সঙ্গে আসছে কর্মসংস্থান, বিনিয়োগ ও নতুন সম্ভাবনা। এটা প্রমাণ করছে ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য চুক্তি সংস্কৃতি ও সৃজনশীল খাতে কতটা ইতিবাচক প্রভাব ফেলছে।’ যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিদানী বলেন, ‘ব্রিটেন আমাদের কাছে খুবই প্রিয় একটি জায়গা। এখানকার পরিকাঠামো, প্রযুক্তি ও দক্ষতা অতুলনীয়। ৩০ বছর পর এই সম্পর্ক আবার জোরদার করতে পারা সত্যিই আনন্দের।’