ছিটকেই গেলেন শুভমন, গুয়াহাটিতে গুরুদায়িত্বে পন্থ, চিকিৎসার জন্য মুম্বই যাচ্ছেন গিল
কাঁধে ছিল গুরুদায়িত্ব। কিন্তু ঘাড়ের চোটে গুয়াহাটিতে খেলাই হচ্ছে না শুভমন গিলের। হ্যাঁ, আশঙ্কাই সত্যি। সে’কথাই ম্যাচের আগের দিন স্পষ্ট করে দিল বিসিসিআই। তাই গুয়াহাটি গিয়েও দলের সঙ্গে থাকা হচ্ছে না শুভমনের। তাঁর বদলে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করবেন সহ-অধিনায়ক ঋষভ পন্থ। শুক্রবার সকালে গুয়াহাটিতে ডাক্তারি পরীক্ষা হয় গিলের। বিসিসিআই’য়ের তরফে জানানো হয় দলের সঙ্গে গত ১৯ নভেম্বর কলকাতা থেকে গুয়াহাটি পৌঁছলেও দ্বিতীয় টেস্ট খেলার মতো প্রয়োজনীয় ফিটনেস তিনি জোগাড় করতে পারেননি। সূত্রের খবর, শুভমান গিলকে গুয়াহাটি থেকে মুম্বই পাঠানো হয়েছে। সেখানে কয়েকদিন বিশ্রামের পর তিনি বিশেষজ্ঞ চিকিৎসক ডঃ দিনশ পারদিওয়ালার পরামর্শ নেবেন।তারপর রিহ্যাবে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে যাবেন শুভমন।
প্রসঙ্গত, কলকাতা টেস্টে ভারতের প্রথম ইনিংসের সময়ে শট খেলার সময়ে গিলের ঘাড়ে চোট লাগে। তারপর তিনি মাঠ ছাড়েন। এমনকি, তাঁকে কলকাতায় হাসপাতালেও ভর্তি করা হয়। এরপর ছাড়া পেয়ে দলের সঙ্গে যোগ দেন। কিন্তু অনুশীলনে নামতে পারেননি তিনি। বিসিসিআই জানিয়েছিল, শুভমনের পরিস্থিতি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের মেডিক্যাল স্টাফ। শুক্রবার ফিটনেস দেখার পর, চিকিৎসার জন্য মুম্বই পাঠানো হয় অধিনায়ককে। শুভমন গিল যদি গ্রেড ৩ ইনজুরি পেয়ে থাকে, তাহলে সেটা ভারতীয় ক্রিকেট দলের কাছে একটা বড়সড় ধাক্কা হবে। কারণ এই চোট সম্পূর্ণভাবে সারতে ৩ থেকে ৬ মাস সময় লেগে যায়। যদিও কতদিনের জন্য শুভমন বাইরে, তা জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকে।
শুভমন খেলতে না পারলে, তার জায়গায় কে খেলবেন তা নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। গুয়াহাটিতে শুভমনের জায়গায় ভারতের প্রথম একাদশে ঢুকতে পারেন সাই সুদর্শন। তবে অনেকেরই মত, গুয়াহাটি টেস্টে কোনও ডান হাতি ব্যাটারেরই তাঁর জায়গায় খেলতে নামা উচিত। সেক্ষেত্রে নীতীশ রেড্ডির একটা সম্ভাবনা রয়েছে। তৈরি রাখা হয়েছে দেবদত্ত পাডিক্কলকেও।
