খেলা শেষ হয়নি! শুভমনকে সিংহাসনচ্যুত করে  প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ৩৮ বছরের রোহিত

0

রোহিত শর্মার হাত থেকে অধিনায়কত্বের আর্মব্যান্ড সরিয়ে শুভমন গিলের হাতে তুলে দেওয়া হয়েছে। কারণ, ‘বুড়ো’ তকমাই জুটছে রোহিত শর্মার। সেই রোহিতই শুভমন গিলের আইসিসির সিংহাসন কেড়ে নিলেন। হলেন, বিশ্বের এক নম্বর ব্যাটার। হ্যাঁ, ৩৮ বছর ১৮২ দিন বয়সে রোহিত শর্মা গড়লেন ইতিহাস। তাঁর কেরিয়ারে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার হলেন রোহিত শর্মা।  অস্ট্রেলিয়া সফরে এক শতরান ও এক অর্ধশতরানের ইনিংস খেলেছেন রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচে ২০২ রান করেছেন। গড় ১০১। সিরিজের সর্বাধিক স্কোরার তিনি। সিরিজের সেরার খেতাবও তিনিই পেয়েছেন।

ওই অনবদ্য পারফরম্যান্সের পুরস্কার হিসাবে আইসিসি র‍্যাঙ্কিংয়ে দু’ধাপ উঠে শীর্ষস্থানে উঠে এসেছেন হিটম্যান। রোহিতের সংগ্রহ ৭৮১ রেটিং পয়েন্ট। সতীর্থ ও অধিনায়ক শুভমন গিলকে সরিয়েই এই এক নম্বর জায়গা দখল করেছেন। তিনিই সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসাবে আইসিসির র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পেলেন। এর আগে মহম্মদ নবি ৩৮ বছর বয়সেই টি-২০ অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে ছিলেন। রোহিত শর্মা আসলে সবই পারেন।

বয়সকে তিনি তোয়াক্কা করতে জানেন না, ফিটনেসকে তিনি বাঁধা মনে করার মানুষ নন। তিনি ৩৮ বছর বয়সেও অস্ট্রেলিয়ান কন্ডিশনে ম্যাচ জেতানো সেঞ্চুরি করে ফেলতে পারেন, তিনি চাইলেও এই বয়সে এসে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের চূড়ায় উঠে যেতে পারেন। যখন তাঁকে নিয়ে অবসরের জল্পনা, তখনই গড়ে ফেললেন কেরিয়ারের সোনালি অধ্যায়। শেষ, ২০১১ সালে ৩৮ বছর ৭৩ দিন বয়সে টেস্ট র‍্যাঙ্কিংয়ের চূড়ায় উঠেছিলেন শচীন তেন্ডুলকর। খেলাটা যে এখনও শেষ হয়নি সে’কথাই যেন প্রমাণ করলেন রোহিত।

সার্বিকভাবে পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে পুরুষদের আইসিসি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছেন রোহিত। তাঁর আগে শচীন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং শুভমন গিল এই নজির গড়েছিলেন।
ভারতীয় অধিনায়ক শুভমন গিল র‍্যাঙ্কিংয়ে নেমে গেছেন তিন নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৭৪৫।  দ্বিতীয় স্থানে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান (৭৬৪)। চারে আছেন পাকিস্তানের বাবর আজম। পাঁচে নিউজিল্যান্ডের ডারিল মিচেল। একধাপ নেমে ৬ নম্বরে আছেন বিরাট কোহলি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *