ক্যানবেরায় ঝমঝমিয়ে বৃষ্টি! ভেস্তেই গেল ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি২০ ম্যাচ
ঝমঝমিয়ে বৃষ্টি। তাদের কাটল ছন্দ। শেষপর্যন্ত ক্যানবেরার মানুকা ওভালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টি২০ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হল। হল ভারতের পুরো ব্যাটিংও। অস্ট্রেলিয়া টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়।
ভারতের ইনিংসের ৫ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির কারণে খেলা সাময়িক বন্ধ থাকে। খেলা পুনরায় শুরু হলে আম্পায়াররা ম্যাচ ১৮ ওভারের করার সিদ্ধান্ত নেন, এরপর ৯ ওভার ৪ বল খেলা হওয়ার পর বৃষ্টি আবার খেলায় বিঘ্ন ঘটায়। বৃষ্টির তীব্রতা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় আর ম্যাচ শুরু করা যায়নি। মাঠ পর্যবেক্ষণ করে আম্পায়াররা জানিয়ে দেন, আর ম্যাচ শুরু করা সম্ভব নয়। তাই বৃষ্টির দাপটে ভেস্তে গেল ম্যাচ।

বৃষ্টি লাগাতার চলতে থাকায় আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। ভারত ৯ ওভার ৪ বলে ১ উইকেটে ৯৭ রান তুলেছিল। অধিনায়ক সূর্য কুমার যাদব ৩৯ করেছিলেন। ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছয়। সহ অধিনায়ক শুভমন গিল ৩৭ রানে অপরাজিত ছিলেন। মেরেছিলেন চারটি চার ও একটি ছয়। সূর্য ও গিল জুটিতে তুলে ফেলেছিলেন ৬২ রান। দুর্দান্ত খেলছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোথায় থামেন, সেটাই ছিল দেখার। কিন্তু বৃষ্টি ভাগ্যে তা থমকেই গেল।

এর আগে একনম্বর ব্যাটার অভিষেক শর্মা ১৯ রান করে আউট হন।নাথান এলিসের বলে টিম ডেভিডের হাতে ক্যাচ তোলেন তিনি। স্লোয়ার বল ঠিক মতো জাজ করতে পারেননি। মিড অফের দিকে ছক্কা মারতে যান ও ক্যাচ দিয়ে বসেন। ভারতের একমাত্র উইকেটটি নেন নাথান অ্যালিস। বুধবার সারাদিন ধরেই ক্যানবেরায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।তবে দিনের বেলাতেই ৬০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা ছিল। দুই দলের মধ্যে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুক্রবার মেলবোর্নে অনুষ্ঠিত হবে।কিন্তু ম্যাচের সময়ই এত বৃষ্টি, খেলা আর গড়াল না।

