‘আমিও অপেক্ষায় আছি…’ দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ দেখতে মুখিয়ে আছেন রুক্মিণীও
এন্টারটেইনমেন্ট ডেস্ক: প্রায় এক দশকের অপেক্ষা। যাবতীয় জট কাটিয়ে অবশেষে বড় পর্দায় মুক্তি পাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘ধূমকেতু’। প্রযোজনা সংস্থার তরফে ইতিমধ্যে হয়ে গিয়েছে আনুষ্ঠানিক ঘোষণা। আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি। তবে আকর্ষণের আরও একটি বিষয় হল, এই ছবির হাত ধরেই দর্শক আবারও ফিরে পেতে চলেছেন দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটিকে। সম্ভবত এটাই তাঁদের শেষ ছবি হতে চলেছে। তাই চলতি বছরের আগস্ট মাসকে ঘিরে এই মুহূর্তে অনুরাগীদের উচ্ছ্বাস তুঙ্গে। ছবির অপেক্ষা করে রয়েছেন স্বয়ং রুক্মিণী মৈত্রও!
প্রায় এক দশক পার। ছবিটি ‘ক্যানবন্দি’। প্রায় দশ বছরে বদলেছে অনেক কিছুই। দেব-শুভশ্রীর সম্পর্কের সমীকরণ কারও কাছেই অজানা নয়। তবে এই মুহূর্তে দু’জনেই মন দিয়েছেন নিজের ব্যক্তিগত জীবনে। দুই সন্তানকে নিয়ে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে যেমন সংসার সামলাচ্ছেন, তেমনই দক্ষতার সঙ্গে অভিনয়ও করে চলেছেন শুভশ্রী। অন্যদিকে রুক্মিণীর সঙ্গে দেবের প্রেমচর্চায় আর রাখঢাক নেই বললেই চলে। এত বছর পর পর্দায় ফের দেব-শুভশ্রীর রসায়ন, কী বলছেন রুক্মিণী?
সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রশ্ন রাখা হয়েছিল অভিনেত্রীর কাছে। তাঁর সহজ উত্তর, “আমি নিজেও অপেক্ষা করে আছি ছবিটা দেখার জন্য। অবশেষে ‘ধূমকেতু’ আসছে।”