‘দেবের কাছে ধূমকেতু একটা আবেগ…’ নায়ককে পাশে নিয়ে বললেন রুক্মিণী
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
চলতি বছরের পুজোতে একঝাঁক ছবি মুক্তি। কিন্তু এই মুহূর্তে অনুরাগীদের আগ্রহ আপাতত আগস্ট মাসকে ঘিরে। ১৪ তারিখ মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। এই ছবির হাত ধরেই আবারও পর্দায় ফিরছে বহু চর্চিত দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটি। তা দেখতে রুক্মিণী মৈত্রও যে মুখিয়ে রয়েছেন, তা আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। এ বার এই ছবিকে ঘিরে কী প্রতিক্রিয়া দিলেন তিনি?
প্রায় এক দশক পার। ছবিটি ‘ক্যানবন্দি’। প্রায় দশ বছরে বদলেছে অনেক কিছুই। দেব-শুভশ্রীর সম্পর্কের সমীকরণ কারও কাছেই অজানা নয়। তবে এই মুহূর্তে দু’জনেই মন দিয়েছেন নিজের ব্যক্তিগত জীবনে। দুই সন্তানকে নিয়ে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে যেমন সংসার সামলাচ্ছেন, তেমনই দক্ষতার সঙ্গে অভিনয়ও করে চলেছেন শুভশ্রী। অন্যদিকে রুক্মিণীর সঙ্গে দেবের প্রেমচর্চায় আর রাখঢাক নেই বললেই চলে। যদিও চলতি মাসে দেব-রুক্মিণীকে একফ্রেমে খুব কমই দেখেছেন দর্শক। এই মুহুর্তে ছবির প্রচার, ডাবিং, সব নিয়েই ব্যস্ত দেব এবং শুভশ্রী দু’জনেই। অবশ্য তা সবটাই আলাদা আলাদাভাবে। সম্প্রতি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দূরদেশে পাড়ি দিয়েছিলেন অভিনেতা। ফিরে এসে একটি খুঁটিপুজোর অনুষ্ঠানে রুক্মিণীকে সঙ্গে নিয়ে ধরা দিলেন দেব।
সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই প্রশ্ন ওঠে আসন্ন ছবি ‘ধূমকেতু’ নিয়েও। পাশে দাঁড়িয়ে রুক্মিণী। বললেন, “দেবের কাছে ‘ধূমকেতু’ হল আবেগ।” না, এই প্রসঙ্গে কোনও প্রশ্ন এড়িয়ে যাননি তিনি। বরং হাসি মুখেই নায়িকা বলে চললেন, “ওই সময়টা আমি তো দেখেছি। যে ভাবে দেব খেটেছে। গত নয় বছরে প্রায় প্রতি দিন বলত, ‘কী ভাবে ‘ধূমকেতু’কে মুক্তি দেওয়া যায়’? এত বছরের অপেক্ষা। আমি বুঝি মনে ঠিক কী চলে। ‘ধূমকেতু’ এখন শুধু ছবি নয়, এটা আবেগ হয়ে উঠেছে । যেমন দুর্গাপুজো আমাদের কাছে আবেগ। এই বছর দুর্গাপুজো দেবের কাছে সময়ের কিছুটা আগে চলে এল। নয় বছরের অপেক্ষার অবসান ঘটছে অবশেষে।”