কলকাতা লিগে ভূমিপুত্রের সংখ্যা আরও বাড়ল, সিদ্ধান্ত আইএফএ’র
স্পোর্টস ডেস্ক: কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের নূন্যতম ভূমিপুত্রের সংখ্যা আরও বাড়ল। এর আগে প্রিমিয়ার ডিভিশনের ক্লাব প্রতিনিধিদের নিয়ে বৈঠকে ভূমিপুত্রের সংখ্যা নূন্যতম পাঁচজন নির্ধারিত হয়েছিল। সম্প্রতি রাজ্য সরকারের ক্রীড়া দপ্তর ভূমিপুত্রের সংখ্যা বাড়ানোর অনুরোধ করে আইএফএকে। আইএফএ শুক্রবার প্রিমিয়ার ও ফার্স্ট ডিভিশন লিগ কমিটির ও প্রিমিয়ারের ক্লাব প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে। সেই বৈঠকে ক্রীড়া দপ্তরের অনুরোধকে মান্যতা দিয়ে নূন্যতম ভূমিপুত্রের সংখ্যা পাঁচ থেকে বাড়িয়ে ছয় করার বিষয়ে সকলে সহমত হয়। এছাড়াও প্রিমিয়ারের লটারি নিয়ে কোনও কোনও মিডিয়ায় প্রশ্ন তোলা হয়েছিল।
সেই বিষয়ে বৈঠকে উত্থাপিত হয়। উপস্থিত ক্লাব প্রতিনিধিরা সমবেত ভাবে জানান অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে লটারি হয়েছে এবং এ নিয়ে তাঁদের কোনও অভিযোগ নেই। বৈঠকে ক্লাব প্রতিনিধি ও লিগ আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি উপস্থিত ছিলেন।
আসন্ন কলকাতা ফুটবল লিগের ঢাকে ইতিমধ্যেই কাঠি পড়ে গিয়েছে। আগামী ২৫ জুন থেকে কলকাতা ফুটবল লিগের নয়া মরশুম শুরু হতে চলেছে। এবারের টুর্নামেন্টে মোট ২৬ দল অংশগ্রহণ করতে চলেছে। দলগুলোকে মূলত দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। তবে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টকে রাখা হয়েছে একই গ্রুপে। প্রতি গ্রুপ থেকে শীর্ষে থাকা তিনটি দল নিয়ে মোট ছ’টি দলের সুপার সিক্স রাউন্ড হবে। একই গ্রুপে থাকা দলগুলি সুপার সিক্স রাউন্ডে পরস্পরের বিরুদ্ধে খেলবে না।
গ্রুপ এ-তে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মেসারার্স ক্লাব, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, সুরুচি সংঘ, রেলওয়ে এফসি, বিএসএস স্পোর্টিং ক্লাব, জর্জ টেলিগ্রাফ ক্লাব, ক্যালকাটা কাস্টমস, কালীঘাট এমএস, মামনি গ্রুপ পাঠচক্র, আর্মি রেড এবং পুলিশ এসি। গ্রুপ বি-তে আছে ডায়মন্ড হারবার, মহমেডান স্পোর্টিং, শ্রীভূমি এফসি, কলকাতা পুলিশ ক্লাব, উয়ারি অ্যাথলেটিক ক্লাব, ইউনাইটেড স্পোর্টস ক্লাব, ভবানীপুর ক্লাব, রেনবো, এরিয়ান ক্লাব, খিদিরপুর এফসি, ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব সাদার্ন সমিতি এবং পিয়ারলেস এসি।