অল্লু গ্রেফতার হয়েছিলেন, অভিযোগ বিরাটের বিরুদ্ধেও, তিনিও গ্রেফতার হবেন?

হায়দরাবাদে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েক জন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অল্লু অর্জুন। এই ঘটনাতেই তাঁকে গ্রেফতার করা হয়। এবার কি বিরাট কোহলির পালা! ১৮ বছরের আইপিএলের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গালুরু। বিজয়োৎসবেই ভিড়ের মধ্যে আচমকা ঘটনা ঘটে। মর্মান্তিক ১১ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৬৭-র বেশি। ভেতরে তখন বিরাট কোহলি উৎসবে মেতেছিলেন। এরপরই সমাজ মাধ্যমে পুষ্পা-২-এর অল্লু অর্জুনকে উদাহরণ হিসেবে টেনে বিরাট কোহলিকেও গ্রেপ্তারির দাবি জানান বেশ কয়েকজন নেটিজেন। এএনআই সূত্রে খবর, কুবন পার্ক থানায় বিরাট কোহলির নামে দায়ের হয়েছে অভিযোগ। জানা গেছে, কর্নাটকের শিবামোগ্গা এলাকার বাসিন্দা এইচএম ভেঙ্কটেশ কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যিনি একজন স্থানীয় সমাজকর্মী। এই ঘটনায় আগেই যে মামলা দায়ের হয়েছে, তার সঙ্গেই এই অভিযোগকে যুক্ত করা হবে বলে পুলিশ জানিয়েছে। তদন্তে পুরো বিষয়টাই খতিয়ে দেখা হবে বলেও পুলিশ সূত্রে খবর। উল্লেখ্য, প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছে বিরাট কোহলি-সহ গোটা আরসিবি দল। মৃতদের পরিবারপিছু ১০ লাখ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে আরসিবি। তাতেও ক্ষতে প্রলেপ পড়েনি। এই ঘটনায় আরসিবি, তাদের ইভেন্ট পার্টনার ডিএনএ এন্টারটেইনমেন্ট ও কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসসিএ) বিরুদ্ধে এফআইআর করেছে বেঙ্গালুরু পুলিশ।
আরসিবির মার্কেটিং হেড নিখিল সোসালেকে গ্রেফতার করা হয়। পুলিশ মোট ৪ জনকে গ্রেফতার করে। এই চারজনকেই ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ দাবি করেছে, তারা আগেই এই অনুষ্ঠানের জন্য অনুমতি দেয়নি। কারণ, আগের রাত থেকেই শহরে ভিড় সামলাতে ব্যস্ত ছিলেন নিরাপত্তাকর্মীরা। তারপরও আরসিবি ও তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলো পুলিশের নির্দেশ উপেক্ষা করে সেলিব্রেশন আয়োজন করে। বেলা ৩টা ১০ মিনিটে স্টেডিয়ামের গেট খোলার পরই তৈরি হয় বিশৃঙ্খলা। অতিরিক্ত ভিড়ের চাপে শুরু হয় ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ি। মুহূর্তেই ঘটনার ভয়াবহ রূপ নেয়। তাতেই ঘটে পদপিষ্টের ঘটনা। এরপর বিকেল ৫টা ৪৫ মিনিটে অনুষ্ঠান শুরু হয়। তাতে অনুষ্ঠান বন্ধও হয়নি। অনেক রাতে বেঙ্গালুরু ম্যানেজমেন্ট সমাজ মাধ্যমে দুঃখপ্রকাশ করে পোস্ট করে। তা শেয়ার করেন বিরাট কোহলি। এখন বিরাটকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাই দেখার।