ফের বিয়ের পিঁড়িতে সানিয়া! ক্রিকেটারের পর এ বার অভিনেতার গলায় মালা দেবেন কি?

প্রায় এক দশকেরও ওপরে উজ্জ্বল ক্রীড়াজীবন। তবে আন্তর্জাতিক টেনিস তারকা সানিয়া মির্জার ব্যক্তিগত জীবনে কিন্তু কম ঝড় বয়ে যায়নি। ২০২৪ সালে দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য ভাঙে তাঁর। বছর ঘুরতেই নতুন গুঞ্জন। ফের দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নাকি টেনিস সুন্দরী?
২০১০ সালে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন সানিয়া। তারপর দুবাইতেই পাকাপাকিভাবে সংসার পেতেছিলেন তাঁরা। একটি পুত্রসন্তানও রয়েছে শোয়েব-সানিয়ার। কিন্তু গত বছর প্রকাশ্যে আসে তাঁদের বিবাহবিচ্ছেদের খবর। যদিও সেই খবর প্রকাশ্যে আসার কিছুদিনের মধ্যেই দ্বিতীয় বিয়ে সারেন শোয়েব। ছেলে ইজহান রয়েছে সানিয়ার কাছেই। এ বার খবর, তিনিও নাকি শীঘ্রই নতুন জীবনে পা দিতে চলেছেন। পাত্র কে? তিনিও কি ক্রীড়াজগতের মানুষ? না, জল্পনা অন্য।
নেটপাড়ায় খবর, গোপনে বিখ্যাত দক্ষিণী তারকাকে ডেট করছেন সানিয়া। বিভিন্ন রেস্তরাঁয় নাকি একসঙ্গে দেখাও মিলেছে তাঁদের। সেই নায়কেই নিজের জীবনসঙ্গিনী বানাতে চলেছেন তিনি। যদিও অভিনেতার আসল পরিচয় নিয়ে বিস্তারিত কোনও তথ্য মেলেনি এখনও।
তবে এই প্রথম নয়, টেনিস তারকা সানিয়ার দ্বিতীয় বিয়ে নিয়ে এর আগেও জল্পনা ছড়িয়েছিল। ভারতীয় ক্রিকেটার মহম্মদ সামির সঙ্গেই রটেছিল প্রেমের গুঞ্জন। তবে সেটি যে সত্যিই ‘গুঞ্জন’, তা সাফ জানিয়েছিলেন সানিয়ার বাবা। অন্য দিকে এই প্রসঙ্গে সামি নিজেও অনুরোধ করেছিলেন ভুয়ো খবর না রটানোর জন্য। একটি সাক্ষাৎকারে তিনি বলেনছিলেন, “সকলকে অনুরোধ করব, সোশ্যাল মিডিয়ায় একটু দায়বদ্ধ হন। এমন কোনও খবর ছড়াবেন না যাতে কারও ব্যক্তিগত জীবনে সমস্যা হতে পারে। আমি একটা বিষয় বলতে চাই, এ ভাবে কাউকে জড়ানো উচিত নয়।”