জীবনে ‘নতুন বসন্ত’? বিদেশে পুরুষ বন্ধুর সঙ্গে যীশুকন্যা সারার ছবি ঘিরে চর্চা

0



যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার দাম্পত্য ভাঙনের গল্প যেমন আলোচনায়, তেমনই মাঝে মধ্যেই খবরে উঠে আসেন তাঁদের দুই কন্যা—সারা ও জারা। সম্প্রতি শিরোনামে উঠে এলেন বড় মেয়ে সারা সেনগুপ্ত।
স্কুলের গণ্ডি পার করে ইতিমধ্যেই মডেলিং দুনিয়ায় নিজের জায়গা তৈরি করছেন সারা। কলকাতা ছেড়ে এখন তিনি মুম্বইয়ে। একা থাকছেন, কাজও সামলাচ্ছেন নিজেই। ইতিমধ্যে একাধিক ফ্যাশন ব্র্যান্ডের হয়ে র‍্যাম্পে হেঁটেছেন। দেখা গিয়েছে আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনের কভারে। তার জন্য কুড়িয়েছেন প্রশংসাও। মা নীলাঞ্জনা মেয়ের এই সাফল্যে গর্বিত—সেটা বিভিন্ন পোস্টেই বোঝা যায়।

সম্প্রতি ছুটি কাটাতে পাটায়া গিয়েছিলেন সারা। সেখান থেকে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রামে। বিচ, খাওয়াদাওয়া, বন্ধুদের সঙ্গে সময় কাটানো—সবই ধরা আছে সেই ছবিগুলিতে। তবে নেটপাড়ার চোখ গিয়ে ঠেকেছে একটিই ছবিতে। যেখানে দেখা যাচ্ছে, সাদা স্কার্ট ও বিকিনি পরে কোনও এক পুরুষ বন্ধুর হাত ধরে হাঁটছেন সারা। দু’জনেই পিছন ফিরে ক্যামেরার দিকে না তাকিয়ে একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন।



এরপর থেকেই শুরু জল্পনা—তবে কি সারার জীবনে এসেছে ‘নতুন মানুষ’? যদিও সেই তরুণ সম্পর্কে মুখ খোলেননি তিনি। অনেকের মতে, শুধুই বন্ধু। কেউ কেউ আবার বলছেন, সম্পর্কে জড়ানোর শুরুটা বোধহয় এই ছুটি থেকেই।মেয়ের এই পোস্টে ভালবাসা দিয়ে কমেন্ট সেকশন ভরিয়ে দিয়েছেন মা, নীলাঞ্জনা।

এ দিকে বাবা যীশু সেনগুপ্তর সঙ্গে সম্পর্কের তিক্ততা নিয়েও একাধিকবার আলোচনায় এসেছেন সারা। শোনা যায়, বাবাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন তিনি। মা নীলাঞ্জনার পাশে বরাবর থেকেছেন মেয়ে। একবার তো পোস্টেই লিখেছিলেন,‘তোমায় আমি সবচেয়ে শক্তিশালী মহিলা বলে মনে করি’।

এই মুহূর্তে মডেলিং কেরিয়ারে নিজের জায়গা আরও মজবুত করার লক্ষ্যেই এগোচ্ছেন সারা। প্রেম বা সম্পর্ক নিয়ে মুখ না খুললেও, সোশ্যাল মিডিয়া কিন্তু ছাপ ফেলছে ভিন্ন বার্তা।



About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *