‘অন্যায়ের মাঝে ন্যায়ের মানচিত্র’! সিঁদুর লেপ্টে খড়গ হাতে ‘ইতিহাস লিখতে’ আসছে ‘রঘু’

‘ইতিহাস লেখে শিকারি, বাঘ লেখে না…আগুন নিভে যায়, ছাই নেভে না…’ নেপথ্যে এমনই কিছু গুরুগম্ভীর সংলাপ এবং টুকরো টুকরো ঘটনার চিত্রপট। গালভর্তি দাড়ি এবং খড়গ হাতে আগেই ধরা দিয়েছিলেন ‘রঘু ডাকাত’ দেব। অলস রবিবারের সকালে এ বার ছবির ‘প্রি-টিজ’ যেন আরও দ্বিগুণ চড়িয়ে দিল উত্তেজনার পারদ।
দেশে তখন ইংরেজদের শাসন। ঠিক যখন তাঁরা ভেবেছিলেন ‘বাঙালি মরে গিয়েছে, আগুন নিভে গিয়েছে, প্রতিবাদ হয়ে গিয়েছে ইতিহাস…’ তখনই আসে সে। কপালে সিঁদুর লেপ্টে, রক্তচক্ষু নিয়ে। সেই তীক্ষ্ণ চাহনি। দুই চোখে প্রতিবাদের আগুন। টিজারে বলতে শোনা যায়, “এ বার ইতিহাস লিখবে রঘু”। তারপরেই স্ক্রিনে ভেসে ওঠে দেবের ঝলক। সবত্র ঘিরে রয়েছে আগুনের শিখা। তার মাঝে একলা দাঁড়িয়ে বীর রঘু ডাকাত।
২০ জুলাই, রবিবার, প্রকাশ্যে এল এই প্রি-টিজ। দেব পোস্ট করে লেখেন, ‘অন্যায়ের মাঝে এঁকেছিল যে ন্যায়ের মানচিত্র।’ পরিচালনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায়।
একাধারে ‘রক্তবীজ ২’, অন্য দিকে ‘দেবী চৌধুরানী’ এবং একই সঙ্গে ‘যত কাণ্ড কলকাতাতেই’। ২৫-এর পুজো কিন্তু জমজমাট। এ বার তাঁদের সঙ্গেই মাঠে নামছেন দেব এবং ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের জুটি। দর্শকদের উচ্ছ্বাসও কিন্তু এখন থেকেই তুঙ্গে। টিজার প্রকাশ্যে আসতেই সমাজমাধম উপচে পড়ছে অনুরাগীদের মন্তব্যে। কেউ কেউ লিখেছেন, ‘এই বছরের ব্লক বাস্টার ছবি’। আবার কেউ কেউ টিজার দেখে বিস্ময় প্রকাশ করে লেখেন, ‘এটা নাকি বাংলা ছবির টিজার! ভাবা যায়!’ আবার কোনও কোনও নেটিজেনদের মন্তব্য এখানেই থেমে থাকেনি। তাঁদের আবদার, ‘ছবিটা প্যান ইন্ডিয়া মুক্তি চাই। হিন্দি এবং তেলুগু ভাষাতেও আসবে তো?’
