‘ঠিক এমনই লেগেছিল ১৩ বছর আগে’, দেব-শুভশ্রীর নস্টালজিয়ার মাঝেই ভাইরাল শতাব্দীর পোস্ট
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
গত সোমবারের রাত যেন নস্টালজিয়ার রাত। ‘ধুমকেতু’-র ট্রেলার লঞ্চ। কিন্তু প্রধান আকর্ষণ মঞ্চে দাঁড়িয়ে থাকা দু’জন। সেই চর্চিত জুটি। দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একসঙ্গে হাতে হাত রেখে নাচ। ছবির প্রচার। তাঁদের নস্টালজিয়াতেই বিভোর হয়েছিল অনুরাগীমহল। তবে এই সবের মাঝেই ভাইরাল হল আরও এক প্রাক্তনের খোলা চিঠি। তিনি শতাব্দী মিত্র—রাজ চক্রবর্তীর প্রথম স্ত্রী।

এ দিন একটি পোস্ট শেয়ার করেন তিনি। মনের আবেগ এবং ব্যথা মিশ্রিত এই পোস্ট শেয়ার করে শতাব্দী লেখেন, ‘কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলি তো? ইতিহাস ফিরে আসে। বুকের বাঁদিকটা চিনচিন করছে তো…. আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে। আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা— আমারও খুব চেনা,ঠিক একই পথ ধরে…’
পোস্টে কারও নাম উল্লেখ না থাকলেও অনেকেই মনে করেছেন, পরোক্ষভাবে রাজ চক্রবর্তীকেই খোঁচা দিয়েছেন শতাব্দী। কেউ কেউ লিখেছেন, ‘এটাই কর্মফল’। আবার কেউ কেউ লেখেন, ‘সবাইকে আয়নার সামনে দাঁড়াতেই হয়।’
২০০৬ সালে বিয়ে হয় রাজ এবং শতাব্দীর। সেদিনের রাজ আজকের দাপুটে পরিচালক নন। স্বপ্ন বুনছিলেন ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির হাত ধরে সাফল্যের মুখ। অবশেষে ২০১১-তে শেষ হয় সম্পর্ক। আইনি বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। তারপরে যদিও পরিচালকের সঙ্গে নাম জড়ায় টলিপাড়ারই নায়িকার। মিমি চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্কের কথা কে না জানেন। তারপরেই শুভশ্রীর আগমন। প্রেম। বিয়ে। নতুন জীবন। বর্তমানে দুই সন্তান ইউভান এবং ইয়ালিনীকে নিয়ে সুখের সংসার তাঁদের।