‘রক্তবীজ ২’তে নতুন চমক! কার প্রশংসায় পঞ্চমুখ শিবপ্রসাদ?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: উইন্ডোজের প্রযোজনায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় পুজোর মরসুমে ফিরছে ‘রক্তবীজ ২’ — আর তাতেই এ বার নতুন চমক! ২০২৩-এর পুজোয় রক্তবীজ বাজিমাত করেছিল বক্সঅফিস।আর সেই সাইকোলজিকাল পলিটিক্যাল থ্রিলারের শেষে অনেকেই জানতে চেয়েছিল —এরপর? সেই “এরপর”টাই আসছে এ বার ‘রক্তবীজ ২’-এর হাত ধরে।
শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের এই পুজোর বিগ বাজেট ছবিতে থাকবে নতুন প্লট, নতুন মোড়, আর সবথেকে বড় কথা — একের পর এক চমক। আগের ছবির আবীর চট্টোপাধ্যায়-মিমি চক্রবর্তী জুটিকে ফের একসঙ্গে দেখার উত্তেজনা তো রয়েইছে। সঙ্গে থাকছেন ‘প্রেসিডেন্ট’ ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং নতুন সংযোজন হিসেবে ‘ব্যান্ডিট কুইন’ খ্যাত সীমা বিশ্বাস, ও কৌশানি মুখোপাধ্যায়। আগেরবার ছিলেন ছোট চরিত্রে, তবে এ বার ‘রক্তবীজ ২’-এ অঙ্কুশ হাজরা আসছেন খলনায়কের ভূমিকায়। থাইল্যান্ডে গানের শুটিং থেকে শুরু করে একের পর এক লোকেশন চমক। তবে দর্শকদের উত্তেজনার পারদ চড়িয়েছে অন্য এক নাম — ছোটপর্দার পরিচিত মুখ শন বন্দ্যোপাধ্যায়। বাংলা ধারাবাহিকে যাঁর নিয়মিত উপস্থিতি, সেই শন এ বার বড়পর্দায় এক গুরুত্বপূর্ণ চরিত্রে।
আর সেই অভিজ্ঞতাই যেন মন ছুঁয়েছে শিবপ্রসাদের। গুঞ্জন ছিলই, তবে এ বার সেই গুঞ্জনে শিলমোহর দিলেন খোদ পরিচালকই। সমাজমাধ্যমে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শনের একটি ছবি পোস্ট করে লিখলেন, ‘”রক্তবীজ টু’ সিনেমার শুটিংয়ে দুই প্রজন্ম। কিংবদন্তি শিল্পী ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও সঙ্গে তরুণ শন বন্দ্যোপাধ্যায়।’
শোনা যাচ্ছে, ধারাবাহিকের শুটিং শেষ করেই রোজ ‘রক্তবীজ ২’-এর সেটে পৌঁছে যাচ্ছিলেন শন।
অন্যদিকে শন নিজেও জানিয়েছেন, চরিত্রটি খল নয়, তবে ‘গোটা ছবির গল্পের ধারাবাহিকতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ শুটিং, ডাবিং -সব সেরে ফেলেছেন তিনি।
তাই সমাজমাধ্যমে পোস্ট করেছেন আবীর, শিবপ্রসাদ ও নন্দিতার সঙ্গে ছবি, ক্যাপশনে লিখেছেন — ‘এই পুজোয়, আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে।’ তা হলে এ বার প্রশ্ন, ‘রক্তবীজ’-এর ক্লাইম্যাক্সে বিস্ফোরণের পর এ বার কি নতুন রাজনীতি নামছে মাঠে? নাকি প্রেসিডেন্ট ‘অনিমেষ চট্টোপাধ্যায়’ (ভিক্টর বন্দ্যোপাধ্যায়)-এর চরিত্র এ বার ঘুরে দাঁড়াবে, না কি নতুন এক বিপদের মুখে পড়বে গোটা রাষ্ট্রযন্ত্র?
যাঁরা ভাবছেন সিক্যুয়েল মানেই পুরনো গল্পেরই অংশ, তাঁদের জন্য এই পুজোয় ‘উইন্ডোজ প্রোডাকশন’-এর তরফে বার্তা, কিছুটা অপ্রত্যাশিতই হতে চলেছে সবটা। এ বার পুজোয়, রক্তের রঙে লাল হবে গল্প, আর বিশ্বাসের ধারে চিরে যাবে বাস্তব।