পঞ্জাবের বন্যায় শাহরুখের প্রার্থনা, দিলজিৎ–এমির দত্তক গ্রাম, পাশে বলিউড–পঞ্জাবি তারকারা

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: পঞ্জাব জুড়ে অস্বাভাবিক বন্যার থাবা। প্রতিটি বছর বর্ষা আসে, কখনও আসে ঢল। কিন্তু এ বারের ঢল যেন সব হিসেব বদলে দিয়েছে। অবিরাম বৃষ্টিতে ভাসছে পঞ্জাব। চারদিকে জল, কান্না আর ভিটে হারানোর হাহাকার। প্রায় ৩.৫ লক্ষ মানুষ গৃহহীন, ফসল নষ্ট, আর ১৩টি জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। মানুষ ঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। চারিদিকে হতাশা আর অন্ধকারের মধ্যে তারার মতো জ্বলে উঠলেন কিছু মানুষ। চলছে ত্রাণশিবির, চলছে উদ্ধারকাজ। এর মধ্যেই তারকারাও নেমেছেন দুর্গতদের পাশে।

প্রথমেই এগিয়ে এলেন শাহরুখ খান। দীর্ঘদিনের যোগ পঞ্জাবের সঙ্গে, একাধিক ছবিতে পাঞ্জাবি চরিত্রেও দেখা গিয়েছে তাঁকে। এমন ভয়াবহ পরিস্থিতিতে পঞ্জাব ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী অভিনেতা।সমাজমাধ্যমে অভিনেতা লিখেছেন, ‘পঞ্জাবের এমন অবস্থা দেখে অন্তর থেকে কষ্ট পাচ্ছি। প্রার্থনা করছি, পঞ্জাব খুব দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরুক। পঞ্জাবের প্রাণশক্তি ভাঙা যায় না, ঈশ্বর সবার মঙ্গল করুন।’ 

এদিকে, পঞ্জাবি সঙ্গীত–সিনেমার তারকারা নেমেছেন সরাসরি মাঠে। দিলজিৎ দোসাঞ্জ গুরদাসপুর–অমৃতসরের দশটি গ্রাম দত্তক নিয়েছেন। খাবার, জল, চিকিৎসা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন তিনি। এমি ভির্ক প্রতিশ্রুতি দিয়েছেন অন্তত ২০০ পরিবারের পুনর্গঠনের। তিনি জানান, ‘এটি শুধু আশ্রয় নয়, নতুন করে শুরু করার আশা।’ পাশে দাঁড়িয়েছেন সোনম বাজওয়াও। ত্রাণ সংস্থার জন্য অর্থ ও সামগ্রী সংগ্রহে সক্রিয় তিনি।

বলিউড থেকেও একের পর এক পোস্ট। আলিয়া ভট্ট, কারিনা কাপুর, ভিকি কৌশল, অজয় দেবগন থেকে শুরু করে সঞ্জয় দত্ত—সকলেই অনুরোধ করছেন দান ও সহায়তার। সোনু সুদ খুলেছেন হেল্পলাইন, প্রতিশ্রুতি দিয়েছেন ব্যক্তিগতভাবে পাশে থাকার।

গুরদাসপুর, ফজ়িলকা, কপুরথলা, ফিরোজপুর, অমৃতসর, লুধিয়ানা—প্রায় সর্বত্রই বিপর্যয়, তবে পাশে এসে দাঁড়িয়েছেন এই তারকাদের দল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *