সাজঘরে দুই কিংবদন্তির সঙ্গে সাক্ষাৎ! সাবিত্রী-মাধবীকে দেখে শঙ্কর লিখলেন, ‘আমার সৌভাগ্য’

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: একইফ্রেমে দুই কিংবদন্তি। বসে রয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায়। মাধবীর দুই হাত ছুঁয়ে রয়েছে সাবিত্রীর হাতকে। এমন সাক্ষাৎ যেন পরম সৌভাগ্যের বিষয়। অভিনেতা শঙ্কর চক্রবর্তীর কাছেও অনুভূতিটা একই।

দুই অভিনেত্রীর একসঙ্গে সাক্ষাৎ পেতেই ক্যামেরাবন্দি করলেন মুহূর্তটিকে। সমাজমাধ্যমে পোস্ট করে তিনি লিখলেন, ‘আজ কলকাতা মুভিটোন স্টুডিয়োর মেকআপ ঘরে দুই কিংবদন্তি অভিনেত্রী পাশাপাশি। আমার সৌভাগ্য যে ছবিটি তুলতে পেরেছি।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *