‘আমিই বাবিলের অভিভাবক, আড্ডা-ঝালমুড়িতে তুমি আছ’, মৃত্যুদিনে ইরফানের স্মৃতিতে ‘ডুব’ সুজিতের
এন্টারটেইনমেন্ট ডেস্ক: পাঁচ বছর হয়ে গিয়েছে ইরফান খান নেই। কিন্তু পরিচালক সুজিত সরকারের জীবন থেকে কি মুছে গিয়েছেন তিনি? না, একেবারেই নয়। ‘সর্দার উধম’, ‘পিকু’— মাত্র দুটো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। সেটাই যথেষ্ট! প্রতিটা গল্প-আড্ডা থেকে শুরু করে ঝালমুড়ির স্বাদ, প্রতি মুহূর্তেই যেন ইরফানকে মনে করছেন সুজিত। ২৯ এপ্রিল, অভিনেতার মৃত্যুবার্ষিকী। এ দিন এই বিশেষ বন্ধুকে মনে করেই খোলাচিঠি লিখলেন পরিচালক।
আর কিছু দিন পরই দশ বছরে পা দিতে চলেছে ‘পিকু’। দীর্ঘ এক দশক পরেও এই ছবি যেন দর্শকদের মনের মণিকোঠায় রয়ে গিয়েছে। অবশ্যই স্বয়ং পরিচালকেরও। আর তাই তো ‘পিকু’ ছবিরই কিছু টুকরো টুকরো মুহূর্ত সুজিত এ দিন ভাগ করে নিয়েছেন তাঁর সমাজমাধ্যমের পাতায়। বন্ধু ইরফানের উদ্দেশে লিখলেন, ‘বন্ধু, যেখানেই তুমি আছ, আশা করি ভাল আছ এবং সেখানে অনেক বন্ধু বানিয়েছ। আমার বিশ্বাস তাঁরাও তোমার দীপ্তিতে মোহিত হবেন যেমনটা আমরা হয়েছি। আমিও ভাল আছি। কিন্তু তোমার একটা বিষয়ে ধারণা নেই। যদি তুমি জানতে পারতে আমরা তোমাকে কতটা মনে করি এবং ভালবাসি, তুমি অবাক হয়ে যেতে।’
তিনি আরও লেখেন, ‘ঝালমুড়ির সঙ্গে আমাদের গল্প-আড্ডাগুলোর কথা খুব মনে পড়ে। জীবন নিয়ে আমাদের আলোচনা আজও আমাকে অভিভূত করে তোলে।” এ দিন, প্রয়াত অভিনেতার সঙ্গেই যেন গল্প-আড্ডায় মাতেন সুজিত। জানান, তাঁর দুই সন্তান বাবিল এবং আয়ান খান ভাল আছেন। সুজিতই এখন বাবিলের অভিভাবক হয়ে উঠেছেন যেন। পরিচালক লেখেন, ‘আমি আর বাবিল রোজ ফুটবল খেলি। সুতপার (ইরফানের স্ত্রী সুতপা শিকদার) সঙ্গেও প্রায় সময়তেই কথা হয়। বাবিলের সঙ্গে সদ্যই একটা ছবি শেষ করলাম। ও একজন দারুণ অভিনেতা হয়ে উঠছে। আমার বিশ্বাস ও একদম সঠিক রাস্তায় আছে। যেমনটা তুমি দেখতে চেয়েছিলে।”