স্থিতিশীল শ্রেয়স আইয়ার মনে করালেন ‘কুলি’ সিনেমায় অমিতাভ বচ্চনের আঘাতের কথা

অস্ট্রেলিয়ায় তৃতীয় ওয়ান ডে’তে পাঁজরে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। সেখান থেকেই বাড়াবাড়ি। অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারের ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে গুরুতর চোট পান শ্রেয়স আইয়ার। ড্রেসিংরুমে ফিরে আসার পর, তিনি প্রচণ্ড ব্যথা এবং অস্বস্তি অনুভব করেন। সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় সেখানকার একটি হাসপাতালে। অভ্যন্তরীণ রক্তক্ষণের জন্য ভারতীয় ওয়ানডে দলের সহ-অধিনায়ককে আইসিইউতে রাখা হয়েছে। এক জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের খবর, গত কয়েকদিন ধরে শ্রেয়স আইসিইউতে আছেন। বিভিন্ন টেস্টের রিপোর্টে তাঁর অভ্যন্তরীণ রক্তক্ষরণ ধরা পড়ে। যার জেরে সঙ্গে সঙ্গে আইসিইউতে ভর্তি করা হয়। পরে বিসিসিআই এই তারকা ব্যাটারের শারীরিক অবস্থা নিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। বোর্ড জানিয়েছে যে স্ক্যানে তার প্লীহাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তবে তিনি স্থিতিশীল রয়েছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন। সিডনি এবং ভারতের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে বিসিসিআই মেডিকেল টিম তার চোটের অবস্থার উপর নিবিড়ভাবে নজর রাখছে। হাসপাতাল সূত্রে খবর, পাঁজরের হাড় ভাঙার পর আইয়ারের সুস্থ হতে সময় লাগবে। শ্রেয়স অভ্যন্তরীণ রক্তক্ষরণে ভুগছেন, যার জন্য সুস্থ হতে আরও দীর্ঘ সময় লাগবে। জানা গেছে, অ্যালেক্স ক্যারির ক্যাচ ধরার পর তিনি পাঁজরের উপর পড়েন। এর প্রভাব এতটাই বেশি ছিল যে পাঁজর ভেদ করে তাঁর প্লীহায় চোট লাগে।
এই প্লীহার চোট, মনে করাচ্ছে বিগ –বি অমিতাভ বচ্চনের কথাই। বলিউডের জনপ্রিয় ছবি ‘কুলি’র শুটিং চলাকালীন গুরুতর আহত হন অমিতাভ বচ্চন। প্লীহাতেই চোট পান তিনি। তাতে জীবনই সঙ্কটাপন্ন হয়ে গিয়েছিল। পরে অমিতাভ নিজেই জানিয়েছেন, ‘তখন তিনি ‘প্রায় কোমায়’ চলে গিয়েছিলেন এবং ‘ক্লিনিক্যালি ডেড’ ছিলেন কয়েক মিনিটের জন্য’। ‘কুলি’ ছবির শুটিংয়ের সময় এক দৃশ্যে অভিনেতা পুনীত ইসারের সঙ্গে লড়াইয়ের সময়, বচ্চন টেবিলের উপর পড়ে যাওয়ার কথা ছিল কিন্তু টেবিলের ধারে আঘাত পেয়ে গুরুতর পেটে আঘাত পান। তলপেটে রক্তক্ষরণ হচ্ছিল তাঁর।তাঁকে তাৎক্ষণিক ভাবে বেঙ্গালুরু থেকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে বিমানে করে নিয়ে যাওয়া হয়। তাঁর দুই থেকে তিনটি বড় অস্ত্রোপচার করা হয় এবং কয়েক মাস ধরে হাসপাতালেই ছিলেন তিনি। পরে সুস্থ হয়ে নিজেই বলেছিলেন, নবজন্ম পেয়েছিলেন।
ঠিক একইভাবে প্লীহাতেই আঘাত পেয়েছেন ভারতীয় তারকা শ্রেয়স আইয়ার। জানা গেছে, তাঁরও পাঁজরে নাকি মারাত্মক চোট লেগেছে। শরীরের মধ্যে রক্তক্ষরণ হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, সেকারণে সংক্রমণ ছড়াতে পারে। আপাতত এই রক্তক্ষরণ বন্ধ করাই চিকিৎসকদের কাছে কড়া চ্যালেঞ্জ।
