শনিবার সিডনির হাসপাতাল থেকে ছাড়া পেলেও, এখনই দেশে ফেরা হচ্ছে না শ্রেয়স আইয়ারের

0



ভক্তদের যাবতীয় উত্কণ্ঠার অবসান। সিডনির হাসপাতাল থেকে শনিবার ছাড়া পেয়েছেন ভারতের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার। শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, তবে আপাতত দেশে ফিরছেন না তিনি। সিডনিতে তৃতীয় ওডিআইতে অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে ভয়ানক চোট পেয়েছিলেন। চোট এতটাই গুরুতর ছিল যে, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে হয় শ্রেয়স আইয়ারকে। সেখানে আইসিইউ’তে পর্যন্ত রাখতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে।  প্রাথমিকভাবে মনে করা হয়েছিল পাঁজরে আঘাত লেগেছিল শ্রেয়সের। কিন্তু হাসপাতালে গিয়ে জানা যায় যে প্লীহাতে লেগেছে চোট।  পরে স্ক্যানের রিপোর্টে ধরা পড়ে, তাঁর প্লীহায় ক্ষত এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণও হয়েছে। এই খবরের পরেই ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে আশঙ্কা তৈরি হয়। সেই থেকে সেখানেই চিকিৎসা হয়, এতদিনে ছাড়া পেলেন। শনিবার বিসিসিআইয়ের বিবৃতিতে সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, দেবজিৎ সাইকিয়ার উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘চোট দ্রুত শনাক্ত করা হয়েছিল, ছোট একটি অস্ত্রোপচারের মাধ্যমে রক্তক্ষরণও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন স্থিতিশীল এবং সেরে ওঠার পথে।

সিডনি ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁর অবস্থায় সন্তুষ্ট, এবং আজ তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’ বিসিসিআই এও জানিয়েছে, ‘পরবর্তী চিকিৎসার জন্য শ্রেয়াস সিডনিতেই থাকবেন। বিমানযাত্রার উপযোগী হলেই দেশে ফিরবেন।’ বিসিসিআইয়ের পক্ষ থেকে জানান হয়েছে, ছোট্ট একটা সার্জারি হয়েছে শ্রেয়সের। যার ফলে তার স্পিন বা প্লীহার রক্তক্ষরণ কমেছে। ফলে, ফলো আপ চিকিৎসার জন্য শ্রেয়সকে এখন সিডনিতেই থাকতে হবে।  বিসিসিআই-এর পক্ষ থেকে ডাঃ কৌরুশ হাগহিগি, তাঁর দল এবং ভারতীয় চিকিৎসক ডাঃ দিনশ পার্দিবালাকে সম্মান জানান হয়েছে। তাঁরাই মূলত শ্রেয়সের চিকিৎসার দায়িত্বে ছিলেন। শ্রেয়স আইয়ার কবে পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরবেন, তা এখনো নিশ্চিত নয়। ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ২-৩ মাসের মধ্যেই শ্রেয়স আইয়ার আবারও মাঠে ফিরতে পারেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *