আলাদা গাড়িতে কলকাতা ছাড়লেন শুভমন গিল, গেলেন গুয়াহাটি, খেলবেন কিনা রইল ধোঁয়াশা

0

কলকাতা ছাড়লেন শুভমন গিল। উদ্দেশ্য গুয়াহাটি। হ্যাঁ, তিনি দলের সঙ্গে যোগ দেবেন। তবে খেলবেন কিনা তা এখনও সিদ্ধান্ত হয়নি। কারণ, এখনও সময় রয়েছে। পরিস্থিতি বুঝেই হবে সিদ্ধান্ত। তবে দলের সঙ্গে কলকাতা ছাড়েননি, আলাদা গাড়িতেই গিয়েছেন ফিজিওকে সঙ্গে নিয়ে। বিমানবন্দরে যে ছবি দেখা গেছে, তাতে কোনও নেক কলার ছিল না শুভমনের।


আগামী ২২ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারত। ইডেনে হারের পর সিরিজে ০–১ পিছিয়ে ভারত। সিরিজ ড্র করতে হলে গুয়াহাটি টেস্ট জিততেই হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, গুয়াহাটি যাচ্ছেন গিল। বোর্ডের মোডিক্যাল টিম তাঁর খেয়াল রাখছেন। তবে তিনি দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে পারবেন কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে মেডিক্যালের টিম পরামর্শ অনুয়ায়ী। বিবৃতি দিয়েছে বোর্ড জানিয়েছে, ইডেনে দ্বিতীয় দিনের খেলা শেষে শুভমানকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরের দিনই তিনি ছাড়া পান। যে চিকিৎসা তাঁকে দেওয়া হয়েছে তাতে ভালভাবেই সাড়া দিয়েছেন শুভমান। তাই  দলের সঙ্গেই তিনি গুয়াহাটি যাবেন। গুয়াহাটি পৌঁছেও তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। তার উপর ভিত্তি করেই ঠিক করা হবে তিনি দ্বিতীয় টেস্টে খেলবেন কি না।

যদিও কলকাতার হাসপাতালের চিকিৎসকদের দাবি, শুভমান এখনও মাঠে নামার মতো অবস্থায় নেই। অন্তত পাঁচদিন বিশ্রামের প্রয়োজন ভারত অধিনায়কের। তারপর অবস্থা বুঝে সিদ্ধান্ত নিতে হবে। তাতে অনেকটাই অনিশ্চিত ভারত অধিনায়কের খেলা। এরমধ্যেই দলে নীতীশ কুমারকে ডাকা হয়েছে। গম্ভীর ইডেনেই অনুশীলনে জোর দিয়েছেন সাই সুদর্শন ও দেবদত্ত পাডিক্কলের ওপর। এমনকি সূত্রের খবর, ঋষভ পন্থকেও অধিনায়কত্ব করতে হবে, এমনভাবে মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। ইডেন টেস্টে ‘পছন্দের’ পিচ পাওয়ার পরও লজ্জার হার কোচ গম্ভীরকেও চাপে ফেলে দিয়েছে। ঘরের মাঠে গুয়াহাটিতে যে করেই হোক ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর তিনি। সেইমতোই দল সাজাচ্ছেন। যদিও শুভমন খেলতে না পারলে তা ভারতীয় দলের জন্য হবে সবচেয়ে বড় ধাক্কা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *