খেলবেন দ্বিতীয় টেস্ট? যাবেন গুয়াহাটি? শুভমন হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনও সবকিছুই সংশয়ে!
ভারতীয় শিবিরে স্বস্তি ফিরল। রবিবার সন্ধেতেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ভারত অধিনায়ক শুভমন গিল। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও আপাতত চিকিৎসার মধ্যে থাকতে হবে ভারতীয় তারকা ব্যাটারকে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম এখনও এই নিয়ে মন্তব্য করেনি। ফলে তিনি গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তবে সূত্রের খবর, মেডিক্যাল টিম সবুজ সংকেত দিলে, গুয়াহাটিতে টিম ইন্ডিয়ার শিবিরে যোগ দেবেন তিনি। সেক্ষেত্রে খেলা না খেলার সম্ভাবনা তৈরি হবে ৫০-৫০।
আপাতত খবর, তাঁর ঘাড়ের ব্যথা সারতে এখনও সময় লাগবে, জানিয়েছেন চিকিৎসকেরা। এত তাড়াতাড়ি বিমান সফর না করতেও নাকি পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্বস্ত সূত্রের খবর, ১৯ তারিখ, বুধবার যেতে না পারলে, ২০ তারিখ গুয়াহাটিতে যোগ দেবেন তিনি। মঙ্গলবার আরও একবার পরীক্ষার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এমআরআই করার পর সূত্রের খবর, ইন্টার স্পাইনাস লিগামেন্ট ইনজুরিতে ভুগছেন শুভমন গিল৷ তা ভোগালেও ভয়ের নয় বলেই জানা গেছে। তবে এখনই তাঁকে নিয়ে চিন্তামুক্ত থাকার সুযোগ নেই।
রবিবার ছাড়া পাওয়ার আগে হাসপাতালে শুভমন গিলকে দেখতে গিয়েছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়৷চিকিৎসকদের সঙ্গে গিলের বিষয়ে কথা বলেন তিনি। এরপর গিলের সঙ্গে ১০ থেকে ১৫ মিনিট কথা বলেন সৌরভ।
ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে চলা টেষ্ট ম্যাচের দ্বিতীয় দিনে ঘাড়ে ব্যথা অনুভব করেন তিনি। ভারতের ইনিংসের ৩৫ তম ওভারে ক্রিজে আসেন গিল। মাত্র ৩ বল মোকাবেলার পর ঘাড় নাড়াচাড়া করতে পারছিলেন না তিনি। মাঠে ফিজিও দেখিয়েও কোনো কাজ হয়নি। তাই শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন এই ব্যাটার। ড্রেসিংরুমে প্রাথমিক চিকিৎসার পরও স্বাভাবিক হতে পারেননি। শেষে ইডেন থেকে অ্যাম্বুল্যান্স করে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল গিলকে। তারপর আর সেই ম্যাচ খেলতে পারেননি তিনি।
সতর্কতামূলক কারণে তাঁকে রাখা হয়েছিল আইসিইউতে। তবে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও এখনও স্টিফনেস রয়েছে তাঁর ঘাড়ে।
