বিতর্ক সরিয়ে, বিয়ের পর স্বামীর প্রথম জন্মদিনে শ্বেতার চমক, কী কী উপহার পেলেন রুবেল?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: চলতি বছরের শুরুতেই গাঁটছড়া বেঁধেছেন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। সেপ্টেম্বরের ৫ তারিখ ছিল রুবেল দাসের জন্য বিশেষ। বিয়ের পর প্রথম জন্মদিন বলে কথা। সকাল থেকেই আয়োজনের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন স্ত্রী শ্বেতা ভট্টাচার্য। সমাজমাধ্যমে দিনের শুরুতে যদিও কোনও ছবি দেখা যায়নি, তবু রাত বাড়তেই সেই সেলিব্রেশনের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
হাওড়ার কাছে একটি রিসর্টে হলুদ আর কালো বেলুনে সাজানো পরিবেশে কেক কেটে জন্মদিন পালন করলেন অভিনেতা। সেই কাস্টমাইজড কেকে দেখা যাচ্ছে এক দম্পতিকে চুটিয়ে সিনেমা দেখতে। সঙ্গে রয়েছে পপকর্ন, কোল্ডড্রিঙ্ক, পিৎজা। কেকের উপর লেখা রয়েছে, ‘এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালবাসায়।’ এক মুহূর্তেই ধরা দিল তাঁদের ভালবাসার বার্তা।
চমকের তালিকায় ছিল রুবেলের পছন্দের উপহারও। জামাইকে নিজের হাতে খাইয়ে দিলেন শাশুড়ি। একে একে উপস্থিত সকলেই উপহার দিলেন রুবেলকে। তবে সবচেয়ে বড় চমক লুকোনো ছিল স্ত্রীর তরফে। জানা গিয়েছে , বহুদিন ধরে শ্বেতার পুরোনো ‘আইফোন’ ১১ চেয়ে আসছিলেন রুবেল। আর সেই ইচ্ছেই পূরণ করলেন শ্বেতা—জন্মদিনে হাতে তুলে দিলেন একেবারে নতুন ‘আইফোন’ ১৫।
ভিডিয়ো ভাগ করে শ্বেতা লিখলেন, ‘তুমি খুব ভাল থেকো, সব সময় এমনই হাসিখুশি থেকো। জীবনে অনেক সাফল্য আসুক তোমার। তোমার পাশে থাকব সারাজীবন। ভালবাসি আর ভালবেসে আগলে রাখব তোমায়।’
সম্প্রতি ধারাবাহিকের কাজ শেষ হওয়ার পর শ্বেতাকে নানা বিতর্কের মুখোমুখি হতে হয়েছে। ‘হাতকাটা পোশাক’ নিয়ে মন্তব্যে তীব্র কটাক্ষের মুখে পড়েছিলেন শ্বেতা। মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন। তবে সেই কঠিন সময়ে স্বামীকে পাশে পেয়েছেন শ্বেতা।