অ্যাডিলেড টেস্টে আচমকাই নেই স্মিথ! খোয়াজা সুযোগ পেয়েই কাজে লাগালেন, ক্যারির সেঞ্চুরি

0

প্রথম দুই ম্যাচের অধিনায়ক স্টিভ স্মিথ অসুস্থতার কারণে খেলতে পারেননি। সে’কারণেই অ্যাডিলেড টেস্টে টসের ৪৫ মিনিট আগে প্রথম একাদশে ঢুকে যান উসমান খোয়াজা। প্রথম দিনই দারুণ প্রত্যাবর্তনের ইনিংস খেললেও, অল্পের জন্য সেঞ্চুরিটা মিস করলেন। ফিরলেন ৮২ রান করে। প্রথম দিন ঝকঝকে সেঞ্চুরি উপহার দেন অ্যালেক্স ক্যারি। অ্যাশেজ সিরিজ নিশ্চিত করার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া দিন শেষ করেছে ৮ উইকেটে ৩২৬ রানে। শুরুটা অবশ্য ভাল হয়নি অস্ট্রেলিয়ার। ১০ ওভারের মধ্যে ৬ বলের ব্যবধানে দুই ওপেনারের বিদায় নেয়। মধ্যাহ্নভোজের পরপরই গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৯৪ রান। অফফর্মের কারণে বাদ পড়ছিলেন খোয়াজা। এদিন সুযোগ পেতেই নিজের জাত চেনালেন আরও একবার। মার্নাস লাবুশেনকে নিয়ে তৃতীয় উইকেটে ৬১ রানের জুটি গড়েন তিনি। শেষ পর্যন্ত ১২৬ বলে ১০ বাউন্ডারিতে ৮২ রান আসে খোয়াজার ব্যাট থেকে।

যদিও পুরো দিনটাই যেন হয়ে ওঠে অ্যালেক্স ক্যারির। তাঁর বড় ইনিংস, আত্মবিশ্বাসী ও নিয়ন্ত্রিত ব্যাটিং অস্ট্রেলিয়াকে বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে। ১৪৩ বলে ৮ চার আর ১ ছক্কায় ১০৬ রান করেন ক্যারি। তাঁর কেরিয়ারের এটা তৃতীয় টেস্ট সেঞ্চুরি, অ্যাশেজ ও অ্যাডিলেডে প্রথম। ক্যারির সঙ্গে ইংলিস ৫৯ ও স্টার্ক ৫০ রানের জুটি গড়েন। দীর্ঘদিন পর মাঠে নেমে প্যাট কামিন্স ব্যাট হাতে ১৩ রানের বেশি করতে পারেননি। স্টার্ক অপরাজিত ৩৩ রানে, ১৮ বল খেলে রানের খাতা খোলার অপেক্ষায় নাথান লিও।ইংল্যান্ডের বোলিং আক্রমণে নেতৃত্ব দেন জোফ্রা আর্চার। গুরুত্বপূর্ণ ৩ উইকেট তুলে নেন ২৯ রানে। ব্রাইডন কার্স ও উইল জ্যাকস শিকার করেন ২টি করে উইকেট। স্মিথ সম্পর্কে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, ‘স্মিথ পুরোনো অসুস্থতা ভার্টিগো সিম্পটম্পসে ভুগছেন এবং শেষ মুহূর্তে তাঁকে অ্যাডিলেড টেস্টের দলে রাখা হয়নি’।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *