একসঙ্গেই মাঠে সেলিব্রেশন! বিশ্বজয়ের আনন্দের মাঝে নভেম্বরেই নাকি বিয়ে স্মৃতি-পলাশের

0



ভারতের মহিলা ক্রিকেট দলের অন্যতম সেরা ক্রিকেটার স্মৃতি মান্ধানা।  শুধু ২২ গজেই ঝড় তোলেন তাই নয়, ভারতীয় মহিলা ক্রিকেটে ক্র্যাশের নামও বছর ২৬ এর স্মৃতি। শুধু তাঁর ব্যাটিং শৈলীতে নয় রূপেও মুগ্ধ অসংখ্য তরুণ। সুন্দরী এই ক্রিকেটারের প্রেম নিয়েও চর্চাও কম নয়। তবে স্মৃতি মান্ধানা – পলাশ মুচ্ছলের সম্পর্ক এখন প্রকাশ্যে। কিন্তু বিয়ে কবে করবেন তা এখনও অজানা।
বিশ্বকাপ ফাইনালে হাজির ছিলেন বলিউড সঙ্গীত সুরকার পলাশ। বিশ্বজয়ের পরই ছুটে এসেছিলেন একেবারে মাঠে। মেতে উঠেন স্মৃতির সঙ্গে সেলিব্রেশনে। একে অন্যকে যেমন জড়িয়ে ধরেন, তেমনই স্মৃতির গায়ে জড়িয়ে দেন ভারতের পতাকা। এরপরই জানা গেল, খুব নাকি দেরী নেই তাদের গাঁটছড়া বাঁধতে। বিশ্বকাপ জয়ের রেশের মধ্যেই চার হাত নাকি হবে এক। শোনা যাচ্ছে, আগামী ২০ নভেম্বর, বৃহস্পতিবার নাকি বিয়ের কথা তাঁদের। মহারাষ্ট্রের সাংলির মাধবনগরেতে বসবে সেই আসর। জায়গাটা স্মৃতির কাছে বিশেষ আবেগের, কারণ এখানেই তার বড় হওয়া, এখানেই ক্রিকেট-জীবনের সূচনা।সেখানেই বসবে বিয়ের আসর। দুই পরিবারের আত্মীয়স্বজন এবং ঘনিষ্ঠরা বিয়েতে উপস্থিত থাকতে পারেন বলেই খবর। তবে এই দিনক্ষণ কোনও পরিবারের কারোরই ঘোষণা নয়, তবে সূত্রের খবর।
২০১৭ সালে ভারতীয় মহিলা বিশ্বকাপের সময় স্মৃতির সঙ্গে পলাশের আলাপ। প্রায় ৬ বছরের সম্পর্ক তাঁদের। ২০২৪-এ সম্পর্কের পঞ্চম বর্ষপূর্তি কেক কেটে সেলিব্রেট করেছিল ক্রিকেট-সঙ্গীত জুটি। সমাজ মাধ্যমে বিশ্বকাপ জয়ের সেলিব্রেশন শেয়ার করেছেন পলাশ। জল্পনা উস্কে তিনিই জানিয়েছেন, খুব শিগগিরই স্মৃতি ইন্দোরের পুত্রবধূ হতে চলেছেন। সমাজ মাধ্যমে একটি ছবিতে দেখা যায়, স্মৃতি ভারতীয় পতাকায় মোড়ানো অবস্থায় বিশ্বকাপ ট্রফি হাতে হাসি মুখে দাঁড়িয়ে, আর পলাশ তাঁর কাঁধে হাত রেখে দাঁড়িয়ে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি কি এখনও স্বপ্ন দেখছি?’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *