বিশ্বজয়ের মঞ্চেই নতুন স্বপ্নের শুরু স্মৃতির! প্রোপোজ থেকে রিং বদল! হলদিতে পাশে সতীর্থরা
দৃশ্য#১
মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম। এই স্টেডিয়ামেই স্বপ্ন জয়। এই স্টেডিয়ামেই বিশ্বজয়। স্মৃতি তাঁর স্বপ্নটা শুরু করলেন এই স্টেডিয়ামেই। বিশ্বজয়ের স্মৃতি ধরে রেখেই পলাশ-স্মৃতির নতুন পথচলা। ফের আরও একবার জ্বলে উঠেছিল ডিওয়াই পাটিলের ফ্লাশলাইট।স্মৃতির চোখ বাঁধা কাপড়ে। ফাঁকা স্টেডিয়ামেই সবুজ গালিচায় স্মৃতিকে সেই অবস্থাতেই নিয়ে আসেন পলাশ মুচ্ছল। খোলা হয় চোখের বাঁধন। কোথায় এসেছেন, বিস্ময় চোখেমুখে স্মৃতির। অবাক করে দিয়ে হাঁটু মুড়ে বসেন পলাশ। তাঁর হাতে ছিল একটি ছোট্ট আংটির বাক্স এবং সঙ্গে একটি বিশেষ উপহার- লাল গোলাপের একটি বিশাল তোড়া। আংটি পরিয়ে দেন। বিয়ের আগে আনুষ্ঠানিক প্রোপোজের মুহূর্ত। যা সমাজ মাধ্যমে ভিডিও শেয়ার করে পলাশ লিখেছেন, ‘সি সেড ইয়েস!’
দৃশ্য#২
রোমান্টিক সিকোয়েন্সে এ যে বিয়ের প্রস্তাব! স্মৃতি হাসলেন। জড়িয়ে ধরলেন। উচ্ছ্বসিত হলেন। তারপর নিজেই পলাশের আঙুলে পরিয়ে দিলেন আংটি। সেইমুহূর্তেই বিশ্বজয়ের আনন্দের মতোই মাঠে নাচতে নাচতে হাসি মুখে প্রবেশ বন্ধুদের, পরিজনদের। পলাশের বোন, গায়িকা পলক মুচ্ছল যোগ দিলেন এই উৎসবে। স্মৃতির কাঁধে হাত রেখে বললেন—‘ওয়েলকাম টু দ্য ফ্যামিলি!’ ডিওয়াই পাটিল স্টেডিয়াম হয়ে উঠল প্রেম নিবেদনের মঞ্চ।

স্মৃতির নতুন ইনিংস
গত কয়েকদিন ধরেই নে়টিজেনদের চর্চায় স্মৃতি মান্ধানার বিয়ে। সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে একের পর এক ভিডিয়ো। দেখা যাচ্ছে, ‘লাগে রহো মুন্নাভাই’ ছবির ‘সমঝো হো হি গয়া’-তে গানে কোমর দোলাচ্ছেন মান্ধানা, জেমাইমা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিলরা। ভিডিওর শেষে বাগদানের আংটিও দেখিয়েছেন স্মৃতি মান্ধানা। বাগদানের খবর পেয়েই তাঁদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সূত্রের খবর, আগামী ২৩ নভেম্বর রবিবার সাত পাকে বাঁধা পড়বেন স্মৃতি। মহারাষ্ট্রের সাংলির বাড়িতে বিয়ে হবে গায়িকা পলক মুচ্ছলের ভাই ও বিশ্বকাপজয়ীর। প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ‘একে অপরের প্রতি ভালবাসা এবং বিশ্বাসের ভিত্তিতেই স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছল নতুন জীবন শুরু করতে চলেছেন। আশা করব, চিরকাল একে অপরের পাশে থাকবেন। ভালবাসার সঙ্গে যাবতীয় দায়িত্ব গ্রহণ করবেন। একে অপরের শক্তি এবং দুর্বলতাকে পাথেয় করেই জীবনে এগিয়ে যাবেন।’

এরমধ্যেই হলদির অনুষ্ঠানও হয়ে গেছে। সেই অনুষ্ঠানেও ঘিরে ছিলেন ভারতীয় দলের সতীর্থকা। হলদির আগের মুহূর্তেই দেখা গেছে জেমিমা, শ্রেয়াঙ্কা, রাধা, অরুন্ধতীদের সঙ্গে স্মৃতিকে। নাচে-গানে মেতে ওঠেন সবাই।

