স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মানহানির মামলা থেকে সরছেন একাধিক, আঁচ পেয়েছিলেন ‘খাদান’ খ্যাত সুজিত!

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক; ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে আনা মানহানি মামলা থেকে সরে আসাকে ঘিরে এই মুহূর্তে আলোচনায় রয়েছেন অভিনেত্রী তথা পরিচালক মানসী সিনহা। যদিও এই প্রসঙ্গে আগেই তিনি আডিশনকে বলেছিলেন, “শুধু আমি একাই নই। আরও অনেকেই সরে আসছেন এই লড়াই থেকে। আমার পরিচিত মুখ বলে হয় তো আমার নামটা সবার আগে কানে আসছে।”

এমনটাই যে ঘটবে, তা আগেই যেন আঁচ করেছিলেন ‘খাদান’ খ্যাত পরিচালক সুজিত দত্ত। এ দিন ফেসবুকে তিনি লেখেন, ‘স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মানহানির মামলা থেকে ইতিমধ্যেই পিছু হটা শুরু করেছেন কয়েকজন। এটাই যে একদিন ঘটবে আমি জানতাম বলেই স্বাক্ষর করিনি। ফ্রিল্যান্সিং সিনেমা জগৎ, সঙ্গে ঘোর অনিশ্চয়তা, তার ওপর কার মেরুদন্ডের কতটা জোর, সবটা সম্বন্ধেই আমার ধারণা আছে কিছু। তবে এখানেও ব্যতিক্রম অবশ্যই আছে। সর্বত্রই থাকে এখানেও আছে। আবার মুরগিও থাকে, থুড়ি হয় কেউ কেউ।’

পরিচালক গিল্ড বনাম ফেডারেশনের দ্বন্দ্ব আবারও একবার আলোচনার কেন্দ্রে। এই মুহূর্তে হাই কোর্টে বিচারাধীন রয়েছে এই বিষয়টি। বিচারপতি অমৃতা সিং আবারও নির্দেশ নিয়েছেন পরিচালকদের কাজে কোনওরূপ হস্তক্ষেপ না হওয়ার। পুরো বিষয়টির দায়িত্ব গিয়েছে রাজ্যের তথ্য-সংস্কৃতি দফতরের সচিবের কাঁধেও। এই মুহূর্তে পরিচালকরা কিছু আশার আলো দেখলেও সম্প্রতি মানসী সিনহার গিল্ড ছাড়া এবং মামলা থেকে সরে আসার খবরে নতুন করে শোরগোল ছড়াল বিনোদনমহলে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *