গাড়ি দুর্ঘটনা! কপালজোরে রক্ষা দক্ষিণী তারকা বিজয়ের, বাড়ি ফিরেই দিলেন আপডেট
এন্টারটেইনমেন্ট ডেস্ক: সবে রশ্মিকা মন্দানার সঙ্গে বাগদান হয়েছে বলে সিনে ইন্ড্রাস্ট্রিতে গুঞ্জন। এরমধ্যেই বড়সড় দুর্ঘটনার সম্মুখীন দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। তেলঙ্গানার জগুলম্বা গাদওয়াল জেলার উনডাবল্লির কাছে ৪৪ নং জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। সে’সময় অভিনেতা একা নন, ওই গাড়িতে ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। রীতিমতো দুমড়ে মুচড়ে যায় সেই গাড়ি। স্বাভাবিকভাবেই, অভিনেতার এই দুর্ঘটনার খবরে রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছিল অনুরাগীদের।বিজয়ের গাড়ি দুর্ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরালও হয়ে যায়।
তবে গাড়ির অবস্থা বেহাল হলেও বিজয় ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপদ রয়েছেন বলেই জানা যাচ্ছে। নিজের সোশাল মিডিয়া পেজে ইতিমধ্যেই অনুরাগীদের সেকথা জানিয়েছেন অভিনেতা। নিজেই সমাজ মাধ্যমে আপডেট দিয়ে লিখেছেন, ‘সব ঠিক আছে। গাড়ির ক্ষতি হয়েছে, তবে আমরা সবাই সুস্থ আছি। জিমে গিয়ে ওয়ার্কআউটও করে এলাম। বাড়িতে ফিরেছি। মাথা ব্যথা করছে, কিন্তু বিরিয়ানি আর ঘুমেই ঠিক হয়ে যাবে। সবাইকে ভালোবাসা ও আলিঙ্গন। খবরটা নিয়ে চিন্তা কোরো না।’ অভিনেতার এই পোস্টটি তাঁর অনুরাগীদের মনে স্বস্তি এনেছে।

জানা গেছে, বিজয় সপরিবার পুট্টাপার্থি থেকে বাড়ি ফিরছিলেন। উল্টো দিক থেকে আসা একটি গাড়ি আচমকা ডান দিকে ঘুরতেই বিজয়ের গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। গাড়িতে তিনি ছাড়াও আরও দু’জন ছিলেন এবং তাঁরাও সুরক্ষিত। পুলিশের মতে, আকস্মিক মোড় নেওয়ার কারণেই এই সংঘর্ষ হয়। পুলিশ ওই গাড়িচালকের বিরুদ্ধে মামলা করেছে। দুর্ঘটনার পরপরই অভিনেতা অন্য একটি গাড়িতে করে গন্তব্যের দিকে রওনা হন।

সম্প্রতি অভিনেত্রী রশ্মিকা মন্দানার সঙ্গে বিজয়ের বাগদান নিয়েও জল্পনা চলছে। যদিও বিজয়-রশ্মিকার বাগদানের খবরটি আনুষ্ঠানিকভাবে তারকাদের পক্ষ থেকে এখনো জানানো হয়নি। এমনকি ফেব্রুয়ারিতেই বিয়ে হবে বলে খবরও ছড়িয়েছে।