বয়স মাত্র ২৩, তৃতীয় সন্তানের ‘মা’ হলেন শ্রীলীলা

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘পুষ্পা ২’ ছবির সঙ্গে তার গান ‘কিস্সা’ও কিন্তু এখন সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে। আর সকল পুরুষ অনুরাগীদের মনে ঝড় তোলা সেই নায়িকা হলেন শ্রীলীলা। রুপোলি পর্দায় তাঁর নাম যেমন জ্বলজ্বল করছে, তেমনই বাস্তব জীবনেও তিনি একজন উজ্জ্বল ‘তারকা’। বয়স মাত্র ২৩। এখনই তিন সন্তানের ‘মা’ অভিনেত্রী। কর্মজীবনের মধ্যগগনে থেকেও দায়িত্বের সঙ্গে সামলাচ্ছেন তিন দত্তক সন্তানের মায়ের ভূমিকা।

অভিনেত্রীর এই যাত্রা শুরু হয়েছিল ২০২২ সাল থেকে। একটি অনাথ আশ্রমে গিয়েছিলেন। সেখান থেকেই দুই বিশেষ ক্ষমতাসম্পন্ন দুই শিশুকে দত্তক নেন তিনি। গুরু আর শোভিতাকে নিয়েই ছিল তাঁর সংসার। এ বার সেখানেই যুক্ত হল আরও এক নতুন অতিথি। কন্যা সন্তান দত্তক নিলেন তিনি।

সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে নিজেই ভাগ করে নিয়েছেন সেই সুখবর। একরত্তির সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘ঘরে আরও একজন নতুন অতিথি, আমার হৃদয়ে তোমাকে স্বাগত।’ তারকা থেকে অনুরাগী, নায়িকার পোস্টে ভালবাসা ভরিয়ে দিয়েছেন অনেকেই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *