লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিতর্ক! বিরক্ত কাঞ্চনপত্নী ও অভিনেত্রী শ্রীময়ী, নিলেন নতুন সিদ্ধান্ত
জনপ্রিয়তা যেমন, বিতর্কও তেমন। কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজ বিতর্কের শিরোনামেই থেকেছেন বরাবর। সদ্য লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে শুরু হয়েছে নতুন করে জলঘোলা। লক্ষ্মীর ভাণ্ডার কার্ড নিয়ে সম্প্রতি কাঞ্চন মল্লিককে খোঁচা দিয়েছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। নামোল্লেখ না করেই সুকান্তর দাবি ছিল, শ্রীময়ী চট্টরাজ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন।

কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক্স পোষ্টে লিখেছেন, ‘গত ১৭ অক্টোবর ২০২৫ তারিখের একটি লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র এখন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এটিতে নাম সহ যে তথ্য এবং ছবি দেওয়া হয়েছে তার ভিত্তিতে সম্ভবত এই আবেদন করেছেন একজন অভিনেতা-তৃণমূল বিধায়কের স্ত্রী!’ এরপরই নেটিজেনদের মধ্যে ও রাজ্য রাজনীতিতে শুরু হয়ে যায় চর্চা। এরপরই অভিনেত্রী তথা বিধায়কপত্নীর সাফ কথা, ‘আমি কাউকে উত্তর দিতে বাধ্য নই।’ লক্ষ্মীর ভাণ্ডার বিতর্কে ক্ষোভ উগড়ে দিয়ে ও বিরক্ত হয়ে তিনি বলেন, ‘আমি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনও মিডিয়াকে উত্তর দেব না। তাই দয়া করে আমাদেরকে ফোন করে বিরক্ত করবেন না। আমি অন্য কোনও দলের লোকেদের কথা শুনতে বাধ্য নই। আর কাউকে উত্তর দিতেও বাধ্য নই। যারা বলছেন ভুলভাল কথা তাঁদের অনেক সময় আছে। তাঁরাই উত্তর দিক। আমার সময় নেই এই নিয়ে কথা বলার, দয়া করে বিরক্ত করবেন না।’
এর আগে এই নিয়ে জলঘোলা হতে শ্রীময়ী সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘বিধায়কের স্ত্রী হওয়ার আগে থেকেই আমার লক্ষ্মীর ভাণ্ডার কার্ড ছিল। তখন কাঞ্চনও বিধায়ক ছিল না। এরকম কোনও অন্যায় কাজ করিনি যে লক্ষ্মীর ভাণ্ডার নিতে পারব না। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল, তাই আবার আবেদন করেছি’।
তবে এই ইস্যুতে শ্রীময়ীকে নিয়ে ট্রোল করতে ছাড়ছেন না নেটিজেনরা। উঠে আসছে নানা মন্তব্য।
