‘উদযাপনে বিশ্বাসী নই’, মাতৃদিবসে শ্রীময়ীর একটাই চাওয়া, ‘মা-মেয়ের সম্পর্ক অটুট থাকুক ৩৬৫ দিন’

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: মায়ের জন্য কোনও নির্দিষ্ট দিন নয়, অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজের কাছে বছরের ৩৬৫ দিনই মাতৃদিবস। গত বছরই কোলে এসেছে কন্যা কৃষভি। মা হিসেবে অভিনেত্রীর প্রথম মাতৃদিবস। আডিশনের তরফে যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গে।

কৃষভির আসার পর কতটা বদলেছে জীবন? শ্রীময়ীর কথায়, “অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আগে জীবনযাপনটা অন্যরকম ছিল। যখন ইচ্ছে ঘুম থেকে উঠছি। খাবার অর্ডার করছি। বেরিয়ে যাচ্ছি। আর এখন কিছু খাবার আগে ভাবি কৃষভির পেট ভরেছে কি না। ভাবি ওর খিদে পেয়েছে কি না। আমার ফুলকো লুচি ঠান্ডা হয়ে গেলেও ওকে আগে খাইয়ে দিই। এই অভ্যাসটা নিজে থেকেই হয়ে যায়। কেউ শিখিয়ে দেয় না। নাড়ি কেটে দিলেও নাড়ির টানটা একই থাকে।”

অভিনেত্রী বলেন, “মা হওয়ার পর অনেক বেশি দায়িত্ববোধ বেড়ে গিয়েছে। আমি অনেক কম বয়সে মা হয়েছি। ছেলেমানুষিটা প্রায় চলে গিয়েছে।”

শ্রীময়ীর কাছে মাতৃত্বের অনুভূতিটা কেমন? তিনি বলেন, “এককথায় অসাধারণ। এটা ব্যাখ্যা করা যাবে না। কষ্ট, যন্ত্রণা, আনন্দ-সব মিলিয়েই যেন মিশ্র অনুভূতি।” অভিনেত্রী জানান, এই অনুভূতি কেকে কেটে উদযাপনে বিশ্বাসী নন তিনি।

নায়িকার মতে, “এখন তো সোশ্যাল মিডিয়া জুড়ে উদযাপনের ভিড়। তবে আমি এতে বিশ্বাসী নই। মা, বাবা, সন্তান-সবারই গুরুত্ব আমার কাছে ৩৬৫ দিন। আগে ভাবতাম কবে আমার সন্তান হবে। কবে আমি এই দিনটা উদযাপন করতে পারব। কবে আমার সন্তান আমাকে জড়িয়ে ধরে বলবে ‘হ্যাপি মাদার্স ডে’। আমার জীবনে আমার মায়েরও অবদান অনেক। কৃষভির সঙ্গে আমার সম্পর্কটা সবে শুরু হয়েছে। ও বড় হোক। ওর সাফল্য, ওর মুখের হাসিটাই আমার মুখের হাসি। এই দিনটা নিয়ে আমার কোনও চাওয়া-পাওয়া নেই। কেক কেটে সেলিব্রেট করা আর না করা, আমার কাছে একই বিষয়। শুধু একদিন নয়, আমি চাই ৩৬৫ দিন আমাদের মা-মেয়ের সম্পর্ক অটুট থাকুক।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *