বিনোদন জগতে সৃজিতের সঙ্গে ১৫-এ পা দেব-জিতের ‘দুই পৃথিবী’র! অনুরাগীদের বিশেষ আবদার মহেন্দ্র সোনির কাছে

0





টলিপাড়া জুড়ে এখন ১৫-এর উদযাপন! ছবি থেকে পরিচালকের পথ চলা ২০২৫-এই সব কিছুর ১৫ পূর্তি। নিশ্চয়ই অবাক হচ্ছেন? বেশ তবে একটু খুলে বলা যাক। মঙ্গলবার পরিচালক হিসেবে সৃজিত মুখোপাধ্যায় ১৫-এ পা দিলেন। পাশাপাশি এদিনই বাংলার অন্যতম জনপ্রিয় ছবি, দেব-জিতের যুগলবন্দি ‘দুই পৃথিবী’ও পূর্ণ করল ১৫ বছর।    

আজ থেকে ১৫ বছর আগে সৃজিতের হাত ধরে বাংলা চলচ্চিত্র জগৎ পেয়েছিল একেবারে নতুন এক ধারার ছবি। অনেকেই তাঁকে ভালোবেসে ইন্ডাস্ট্রির ফার্স্টবয় বলেন। পরিচালকের ছোঁয়াতে ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ থেকে ‘সন্ন্যাসী রাজা’র গল্পকে নয়া রূপে দেখেছে বাঙালি। পেয়েছে ‘বাইশে শ্রাবণ’, ‘হেমলক সোসাইটি’র মতো ভিন্ন স্বাদের গল্প। তবে পরিচালকের পথ চলা শুরু হয়েছিল ‘অটোগ্রাফ’ ছবির হাত ধরে, ২০১০ সালে। তাঁর ঝুলিতে রয়েছে
‘ ভিঞ্চি দা’, ‘রাজকাহিনী’, ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ থেকে শুরু করে ‘পদাতিক’-এর মতো ছবি। বাংলা ছবির পাশাপাশি তাঁর হাত ধরেই সিরিজ আকারে ‘ফেলুদা’ পৌঁছে গিয়েছে বাঙালির মুঠোফোনে। তবে কেবল বাংলা নয়, বি-টাউনেও ইতিমধ্যেই নানা কাজ করে নজর কেড়েছেন পরিচালক। আর এই সব কিছুর মধ্যেই ইন্ডাস্ট্রিতে পরিচালক হিসেবে তাঁর ১৫ পূর্তি। তবে ভাল কাজের খিদে সৃজিতের কমেনি। তাই এদিন নিজের একটি ছবি পোস্ট করে সৃজিত লেখেন, ‘১৫ বছরকে মনে হচ্ছে যেন গতকাল। চেষ্টা করা, খোঁজা, খুঁজে পাওয়া এবং হার না মানা…’। পরিচালকের এই পোস্ট প্রকাশ্যে আসতেই তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।’



১৫ বছর ইন্ডাস্ট্রিতে পথ চলার আনন্দকে তিনি তাঁর নতুন ছবির টিমের সঙ্গে কেক কেটে উদযাপনও করেছেন। সেই উদযাপনে পরিচালকের পাশে ছিলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এছাড়াও তাঁকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘অটোগ্রাফ ১৫ বছর আগে এক তরুণ পরিচালকের স্বপ্ন আর আমাদের সবার ভালোবাসা মিলে তৈরি হয়েছিল এক ইতিহাস।’ তারপর তিনি সৃজিত-সহ প্রযোজনা সংস্থা ও ছবির সঙ্গীত পরিচালক অনুপম রায়কে ধন্যবাদ জানান। পাশাপাশি প্রযোজক রানা সরকারও সৃজিতকে শুভেচ্ছা জানান।

তবে এদিন তো কেবল সৃজিতের পরিচালক হিসেবে ১৫ পূর্তি ছিল না। একইসঙ্গে ‘দুই পৃথিবী’ ছবিটিও ১৫ বছরে পূর্ণ করে। বাংলা সিনেমার দু’জন অন্যতম জনপ্রিয় হিরোকে ২০১০-এ এই ছবিতে একসঙ্গে দেখতে পাওয়া বাংলা সিনেপ্রেমীদের জন্য যে কত বড় প্রাপ্তি ছিল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে এরপর আর কখনও দেব ও জিৎকে কোনও ছবিতে একসঙ্গে দেখা যায়নি। কিন্তু আজও তাঁদের অনুরাগীরা তাঁদের ফের  একসঙ্গে দেখতে পাবেন এই আশায় অপেক্ষায় থাকেন। তাই ছবির প্রযোজক মহেন্দ্র সোনি, ছবির ১৫ বছর পূর্তির পোস্ট শেয়ার করতেই অনুরাগীরা নানা মন্তব্যে ভরে দেন। একজন লেখেন, ‘এসভিএফ-এর ব্যানারে দেব ও জিৎকে নিয়ে মূলধারার ছবি চাই ২০২৬-এর পুজোয়।’ আর একজন বেশ আবেগপ্রবণ হয়ে লেখেন, ‘১৫টা বছর কেটে গিয়েছে, এসো না আরও একবার, ঠিক এমন করেই একসঙ্গে। একটা ভাল গল্প দেখতে চাই। এই বাংলা আজও তোমাদের চায়।’ তাছাড়াও আরও অনেকে দেব ও জিৎকে একসঙ্গে একটি ছবিতে দেখতে চাওয়ার অনুরোধ জানিয়ে কমেন্ট করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *