একফ্রেমে সিনেমা ও টেলিভিশনের ‘গৌরাঙ্গ’! কেমন লাগছে দিব্যজ্যোতি ও যিশুকে?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: পরনে গাঢ় নীল উত্তরীয়। মাথায় জড়ানো পাগড়ি। গলায় কণ্ঠী। কপালে আঁকা চন্দনের রসকলি। মাথার চুল ছুঁয়েছে অভিনেতার কাঁধ। চৈতন্যদেবের পাশে যেন তাক লাগালেন যিশু সেনগুপ্ত। শুক্রবার দু’দশকেরও বেশি সময় আগে টেলিপর্দার ‘মহাপ্রভু’ ধারাবাহিকের কথাই মনে করালেন তিনি।
‘জাতিস্মর’, ‘এক যে ছিল রাজা’ এবং ‘দশম অবতার’-এর পর ফের সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আবারও যিশু সেনগুপ্ত। যদিও কিছুদিন আগেই ছড়িয়েছিল গুঞ্জন। শুক্রবার অভিনেতার লুক প্রকাশ্যে এনে সেই খবরেই সিলমোহর দিলেন পরিচালক সৃজিত এবং প্রযোজক রাণা সরকার। যিশুকে দেখা গেল নিত্যানন্দর বেশে।
একসময়ে টেলিপর্দায় ‘মহাপ্রভু’র চরিত্র দিয়েই দর্শকদের কেবল বসার ঘরেই নয়, তাঁদের মনেও জায়গা করে নিয়েছিলেন যিশু। সৃজিতের হাত ধরেই কি বৃত্ত সম্পূর্ণ হল?
১১ জুন থেকে গৌরাঙ্গের নাম নিয়ে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শুরু করেছেন সৃজিত। এ দিন অভিনেতার সঙ্গে একফ্রেমে ধরা দিলেন ‘চৈতন্য’ বেশের দিব্যজ্যোতি দত্তও। আডিশনকে আগেই তিনি জানিয়েছিলেন, ছবির জন্য বেশ প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। ন্যাড়া হয়েছেন। মাত্র আড়াই মাসে কমিয়েছেন ২৫ কেজি ওজন। কোনওরকম প্রস্থেটিকের সাহায্য নিতে চাননি তিনি। এই নতুন লুকে কেমন লাগছে তাঁদের?