মঞ্চে দাঁড়িয়ে দেবকে প্রশ্ন শুভশ্রীর, ‘আমার সঙ্গে বন্ধুত্ব করবে?’ কী উত্তর এল?
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
সোমবার সকাল থেকেই ‘ধূমকেতু’ জ্বর। অধীর আগ্রহে প্রহর গুনছেন দর্শকেরা। যাঁদের জন্য অপেক্ষা তাঁরা যখন মঞ্চে এলেন, ততক্ষণে সন্ধে নেমেছে শহরে। একের পর এক পারফর্মেন্সের পর অবশেষে মঞ্চে এলেন দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরনে রংমিলান্তি পোশাক। নেপথ্যে তখন বাজছে ‘ধূমকেতু’ ছবির জনপ্রিয় গান, ‘গানে গানে’। বাহু প্রসারিত করে গানের সঙ্গে ঠোঁট নাড়ালেন দেব। শুভশ্রীও হাত নেড়ে গাইলেন, “আর বেশি কিছু আসা করো না…”
দর্শকদের উন্মাদনার পারদ চড়েছে ততক্ষণে। এই মুহুর্তেরই অপেক্ষা করে এসেছেন তাঁরা। এক মাস অথবা বছর নয়, এই অপেক্ষাটা প্রায় এক দশকের। অবশেষে একই মঞ্চে আবারও নিজেদের ছবির প্রচারে পাশাপাশি দেব-শুভশ্রী। গোটা অডিটোরিয়াম অনুরাগীদের চিৎকারে মাতলেও মঞ্চে দাঁড়ানো দেব-শুভশ্রীর মধ্যে বার্তালাপের আগে খানিক নীরবতা। তারপরেই সঞ্চালকের আসনে থাকা অভিনেতা রোহন ভট্টাচার্য প্রশ্ন ছুড়ে দেন অভিনেত্রীর দিকে। “তুমি কি কিছু বলবে?” শুভশ্রী প্রথম প্রশ্নটা করেন দেবকেই। “আমার সঙ্গে বন্ধুত্ব করবে?” খানিক নীরবতা। তারপরে দেবের উত্তর, “কেন?” তারপর দেবের ভঙ্গিতেই অভিনেত্রী বলে ওঠেন, “এমনি”। ভক্তদের গলার স্বর যেন আর এক ধাপ চড়ল।
দর্শকদের উদ্দেশে শুভশ্রী বলতে থাকেন, “দেব এবং আমি, কখনই পরিশ্রম করিনি আমাদের জুটিটাকে বাঁচিয়ে রাখতে। আমাদের জুটিটা বেঁচে থেকেছে তোমাদের ভালবাসায়। তোমাদের কান্না, হাসি, রাগ, সমস্ত অনুভূতিতে আমরা থেকেছি। তার জন্য অনেক ধন্যবাদ।”
রোহন বলেন, “উত্তমকুমার এবং সুচিত্রা সেনের পর কোনও জুটিকে ঘিরে যদি এমন উন্মাদনা হয়ে থাকে, তা হলে সেটি হল দেব-শুভশ্রীর জুটি। তোমরা মনে হয় কয়েকশ ছবি করে ফেলেছ।” উত্তরে দেব বলেন, “মাত্র চারটে।” ভুল সংশোধন করেন শুভশ্রী। বলেন, “চারটে না পাঁচটা।” খানিক হেসে দেবের জবাব, “আমি পরীক্ষা করছিলাম তোমাকে। আসলে পাঁচটাও নয়। একসঙ্গে ছ’টা ছবি করেছি আমরা। ‘ধূমকেতু’কে ভুলে যেও না। তুমি যত বড়ই তারকা হও না কেন। ‘ধূমকেতু’ তোমাকে ছাড়বে না।”