‘হট’ মিমিকে দেখে মুগ্ধ শুভশ্রী, বন্ধু ‘শুভ’কে পাল্টা ভালবাসা ফিরিয়ে দিলেন অভিনেত্রীও

এন্টারটেইনমেন্ট ডেস্ক: নীল বিকিনিতে নেটপাড়ার ঘুম উড়িয়েছেন মিমি চক্রবর্তী। তাঁর ‘চোখের নীলে’ বুঁদ আবীর চট্টোপাধ্যায়ও। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘রক্তবীজ ২’ ছবির গান। এ বার সেই পঙ্কজ-সংযুক্তার প্রেম-বিলাসে গা ভাসালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
মিমি এবং শুভশ্রীর সম্পর্কের সমীকরণ সকলেরই জানা। এক সময় নাকি দু’জনের বার্তালাপ বলতে কেবলই সৌজন্য সাক্ষাৎ। অনেক সময়ে একজনের প্রসঙ্গ উঠলে প্রায় এড়িয়েই যেতেন অপর জন। তবে এখন ধীরে ধীরে অনেকটাই বদলেছে সমীকরণ। একসঙ্গে ‘দুষ্টু কোকিল’ গানে নাচ থেকে শুরু করে দু’জনের একসঙ্গে রিল, দুই নায়িকার সম্পর্কে আমূল পরিবর্তন। কিছুদিন আগেই একটি রিলে মিমিকে বলিউডের দীপিকা পাডুকোনের সঙ্গে তুলনা করেছিলেন শুভশ্রী। পাল্টা ‘লেডি সুপারস্টার’-এর গালে চুমু এঁকেছিলেন মিমিও। এ বার ‘রক্তবীজ ২’-এ তাঁর লুক নিয়েও প্রশংসায় ভরালেন অভিনেত্রী।

গানের ঝলক শেয়ার করে অভিনেত্রী লিখেছেন- ‘ভীষণ হট।’ পালটা ‘শুভ’কে মন ভরা ভালোবাসা জানিয়েছেন মিমিও।