যুগলে যুগ পার! কল্যাণ-অপর্ণার বিবাহবার্ষিকীতে সুদেষ্ণা লিখলেন, ‘আজও মনে পড়ে’

‘হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়, এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়…’ শঙ্খ ঘোষের এই কবিতার লাইন আজও প্রাসঙ্গিক। এই হাতে হাত রেখেই কেমন দিব্যি দাম্পত্যের তিন দশক কাটিয়ে ফেললেন অপর্ণা সেন এবং কল্যাণ রায়। বুধবার ছিল তারকাদম্পতির বিবাহবার্ষিকী। পরিচালক-অভিনেত্রী সুদেষ্ণা রায় লিখলেন, ‘আমার আজও মনে পড়ে…’

এ দিন কল্যাণ-অপর্ণার বিবাহবার্ষিকীর উদযাপনে উপস্থিত ছিলেন সুদেষ্ণাও। সমাজমাধ্যমে সেই ছবি পোস্ট করে লিখলেন, ‘রিণাদি এবং কল্যাণদার বিবাহবার্ষিকীতে। একসঙ্গে দু’জনের অনেকটা পথচলা। আমার আজওন মনে পড়ে সেই দিনের কথা। যেদিন ওঁদের দু’জনের বিয়ের সুখবরটা পেয়েছিলাম ফোনে। প্রায় তিন দশক আগের কথা এটা।’ তিনি আরও লেখেন, ‘আজ এত বছর পরেও ওঁদের রসায়ন অটুট।’
বোঝাই যাচ্ছে, বিবাহবার্ষিকীর পার্টিতে একটা দারুণ সময়ই কাটালেন সুদেষ্ণা। পরিচালক শেষে লেখেন, ‘খুব মজা হল বার্ষিকী উপলক্ষে।’