‘সমাজে তোমাদের অবদান কী ভাই?’, মমতা শঙ্করকে আক্রমণ নিয়ে নিন্দকদের পাল্টা সুদীপার
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
এই মুহূর্তে অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতাশঙ্করকে নিয়ে দুই ভাগে বিভক্ত নেটপাড়া। সম্প্রতি তাঁর কিছু মন্তব্যকে ঘিরে তোলপাড় হয়েছে নেটপাড়া। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চণ্ডালিকা’কে ঘিরে তো আলোচনার শিরোনামে তো তিনি ছিলেনই। এ বার একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋতুস্রাব এবং সে সংক্রান্ত সচেতনতা নিয়ে তাঁর বলা কিছু কথাকে ঘিরেই বিতর্কের ঝড়।
তিনি এই প্রসঙ্গে জানিয়েছিলেন স্যানিটারি ন্যাপকিন এনে দেওয়ার কথা কিংবা ঋতুস্রাব সংক্রান্ত আলোচনা ছেলেদের সঙ্গে করা যায় না। প্রশ্ন তুলেছিলেন, ‘স্যানিটারি ন্যাপকিন কেন আনতে হবে বাড়ির পুরুষকে?’ তারপর থেকেই একের পর এক কটাক্ষে জর্জরিত তিনি। তাঁর বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করতে পারেননি খোদ সুদীপা চট্টোপাধ্যায়ও। তবে মতাশঙ্করের এই মন্তব্যের বিরোধিতা করেও তাঁর পাশে দাঁড়ালেন তিনি।
মমতার মন্তব্যের পর সমাজমাধ্যমে তাঁকে যে ক্রমাগত আক্রমণ করা হচ্ছে, তারই জবাব দিলেন সুদীপা। ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেন তিনি। সুদীপা লেখেন, ‘সম্প্রতি মমতা শঙ্করকে নিয়ে এই জেন-জিদের আক্রমণ দেখে মনটা বেশ খারাপ হয়ে গেল। কেমন ধারালো সব লেখা…’ পাশাপাশি তিনি প্রশ্ন তুললেন, ‘রাজনীতিবিদেরা রোজ কত শত বাজে বলে যাচ্ছেন। কই, তাঁদের নিয়ে তো এত লেখা আর এ রকম হচ্ছে না? কে মাথার দিব্যি দিয়েছে তারকাদের সব সময়ে ঠিক কথা বলতে হবে ?’
কর্মসূত্রেই মমতা শঙ্করের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় সুদীপার। তিনি লেখেন, ‘মমতা শঙ্কর একজন বড় শিল্পী। আমাদের দেশের মাথা উঁচু করেছেন একবার নয়, বহুবার। তোমরা সবাই কে কী করছো ভাই যে তোমার কথা শুনতে হবে? তুমি কে উনি ঠিক না ভুল বিচার করার?
তোমাদের কার কি অবদান আছে এই সমাজে? ওঁর মতো অভিনয় করতে পারবে? ওঁর মতো নাচতে পারো ক’জন?
সবার আগে মনে রাখতে হবে তিনি বয়সে তোমাদের থেকে অনেকটা বড়। তাই যে কথা নিজের মা-পিসি-ঠাকুমা-দিদিমাকে বলতে পারো না, সে কথা সবার সামনে ওঁকে বলছো কেন? আমাদের বাড়িতে গুরুজনের সবার সব কথা আমাদের সব সময় কি ভাল লাগে? সব কথা মানতে পারো?
তখন কি তাঁদের ঠিক এই রকম কদর্য ভাষায় আক্রমণ করো?’
এখানেই থেমে থাকেননি তিনি। এই প্রসঙ্গ ধরেই সুদীপা আরও লেখেন, “ওই স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপন দেখতে আমার মা-ও পছন্দ করতেন না। তাঁকে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি বোঝাতে চেষ্টা করতে পারি। কিন্তু, এ ভাবে আক্রমণ করাটা বোধহয় ঠিক নয়। আমি ওঁর কথা সমর্থন করছি না, তবে তোমাদের আক্রমণত্মাক ভাবটিকেও সমর্থন করতে পারছি না। সবার আগে আমরা ভারতীয়। ভারতের সভ্যতার একটা ইতিহাস রয়েছে। ‘গ্লোবাল’ হতে গিয়ে সেটাকে বিসর্জন দিতে পারব না।”